ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদাবাজদের উদ্দেশে জামায়াত আমির

‘রিজিক ভাগাভাগি করে খাব, তবু মানুষকে কষ্ট দেবেন না’

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ২৬ জানুয়ারি ২০২৬  
‘রিজিক ভাগাভাগি করে খাব, তবু মানুষকে কষ্ট দেবেন না’

চাঁদাবাজদের উদ্দেশে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘‘অভাবের কারণে কেউ এসব করলে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন, তা আমরা আপনাদের সঙ্গে ভাগাভাগি করে খেতে রাজি আছি। তবু মানুষকে কষ্ট দেবেন না, চাঁদাবাজি করবেন না।’’

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

ডা. শফিকুর রহমান বলেন, ‘‘উন্নয়নের নামে গত ৫৪ বছর যারাই ক্ষমতায় গেছে, তারা সবাই একই কাজ করেছে। একেবারে তছনছ করে দিয়েছে। আমার মনে ক‌রি, এদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে ভালো কিছু সম্ভব নয়।’’

মামলা বাণিজ্য, চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, ‘‘৫ আগস্টের পর জামায়াত অন্যায়ভাবে একটি মামলাও করেনি। অথচ কেউ কেউ হাজার হাজার মামলা দিয়ে মামলা বাণিজ্যে নেমেছে।’’

কুষ্টিয়ায় চালকল ও পণ্যবাহী ট্রাক থেকে অবৈধ খাজনা আদায়ের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘‘চালের ট্রাকপ্রতি পাঁচ হাজার টাকা নেওয়ার খবর আমরা জানি। বিভিন্ন স্ট্যান্ড দখলের খেলা চলছে। যারা এসব করছেন, ফিরে আসুন। মানুষ আপনাদের ঘৃণা করে, অভিশাপ দেয়।’’

ঢাকা/কাঞ্চন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়