ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: বিএনপির ৬ জনকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৯, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:০৬, ২৬ জানুয়ারি ২০২৬
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: বিএনপির ৬ জনকে শোকজ

শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে জামায়াতের কার্যালয় ভাঙচুর করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে বিএনপির স্থানীয় দুই নেতাসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি। 

রবিবার (২৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদ স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মাওলানা কেরামত আলীর করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরো পড়ুন:

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন হামলা ও ভাঙচুর করা হয়। 

অভিযোগে দাবি করা হয়, বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসিন উদ্দিনের প্রত্যক্ষ মদদ ও উপস্থিতিতে একদল লোক এই তাণ্ডব চালায়। অভিযুক্ত বাকি চারজন হলেন, বিশ্বনাথপুর-লম্বাটোলা এলাকার মো. আরিফ, মো. সুমন, মো. বিএল এবং মো. শহিদুল। তারা সংঘবদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং উপস্থিত কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন। 

নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযুক্তদের আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। 
 

ঢাকা/শিয়াম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়