নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন: বিএনপির ৬ জনকে শোকজ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নে জামায়াতের কার্যালয় ভাঙচুর করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনি অপরাধের অভিযোগে বিএনপির স্থানীয় দুই নেতাসহ ৬ জনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি।
রবিবার (২৫ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল মাহমুদ স্বাক্ষরিত এই নোটিশ জারি করা হয়। জামায়াতে ইসলামীর প্রার্থী ড. মাওলানা কেরামত আলীর করা লিখিত অভিযোগের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৩ জানুয়ারি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড এলাকায় জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালীন হামলা ও ভাঙচুর করা হয়।
অভিযোগে দাবি করা হয়, বিনোদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মাহিদুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসিন উদ্দিনের প্রত্যক্ষ মদদ ও উপস্থিতিতে একদল লোক এই তাণ্ডব চালায়। অভিযুক্ত বাকি চারজন হলেন, বিশ্বনাথপুর-লম্বাটোলা এলাকার মো. আরিফ, মো. সুমন, মো. বিএল এবং মো. শহিদুল। তারা সংঘবদ্ধ হয়ে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করেন এবং উপস্থিত কর্মী-সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেন।
নির্বাচনি অনুসন্ধান কমিটির নোটিশে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন। অভিযুক্তদের আগামী বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সশরীরে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
ঢাকা/শিয়াম/বকুল