ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শেখ হাসিনাকে তারেক রহমানের ‘আম্মা’ বলে ভাইরাল ভিপি জয়নাল  

ফেনী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৫, ২৬ জানুয়ারি ২০২৬  
শেখ হাসিনাকে তারেক রহমানের ‘আম্মা’ বলে ভাইরাল ভিপি জয়নাল  

“তারেক রহমানকে বলে দিছি যে, আপনার আম্মা আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলো দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে”— বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও ফেনী-২ আসনে ধানের শীষের প্রার্থী জয়নাল আবদিনের (ভিপি জয়নাল) এমন একটি বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের বক্স বাজার জামে মসজিদের সামনে নির্বাচনি পথসভায় কর্মীদের উদ্দেশে এমন বক্তব্য দেন জয়নাল আবদিন।

ফেসবুকে ছড়িয়ে পড়া ২৭ সেকেন্ডের একটি ভিডিওটিতে দেখা যায়, ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য দিতে গিয়ে জয়নাল আবদিন বলেন, “আপনাদের ভোটে আমরাও বিজয়ী হব। তারপরে ইনশাআল্লাহ আমাদের দেশের এলাকার উন্নয়নের জন্য যা যা করা দরকার। গতকালকে আমাদের নেতা, তারেক রহমান সাহেব ফেনীতে আসছেন, আপনারা জানেন? তারেক রহমানকে বলে দিছি যে, আপনার আম্মা, আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে কথাগুলা দিয়ে গেছিলেন, সেগুলো আপনাকে পূরণ করতে হবে। উনি বলে গেছেন, ঠিক আছে, ইনশাআল্লাহ এগুলো আমি দেখব।”

সে সময় জয়নাল আবদিন আরো বলেন, “আপনাদের এখানে আমি স্বয়ং এসেছি। এর আগে আমার কাগজপত্র, লিফলেট এসেছে। আর বক্স বাজার আমার জন্য নতুন নয়। কারণ, তিন তিন বার আমি এ এলাকার এমপি ছিলাম। এবার ইনশাআল্লাহ যদি হই, তাহলে চার বার হবে। আমার পক্ষ থেকে গত তিন বারে রাস্তা-ঘাট, পুল-কালভার্ট, স্কুল-কলেজ বিভিন্ন রকমের সরকারি সামর্থ্য অনুযায়ী যতদূর সম্ভব উন্নয়ন করেছি এবং আপনাদের পাশে ছিলাম। ইনশাআল্লাহ আগের চাইতে বাংলাদেশ এখন অনেক এগিয়ে গেছে। এবার যদি আমরা নির্বাচিত হই, ইনশাআল্লাহ হবো। বাংলাদেশে ধানের শীষ বিজয়ী হবে। ইনশাআল্লাহ আপনাদোর ভোটে আমরাও বিজয়ী হবো।”

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, ফেনী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি কামরুল হাসান মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তব্য চলাকালীন নেতারা জয়নাল আবদিনের পিছনে থাকলেও এ সময় কাউকে ভুল সংশোধন করে দিতে দেখা যায়নি। 

জয়নাল আবদিনের এমন বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। 

২৭ সেকেন্ডের সেই ভিডিও নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলার আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত লিখেছেন, “ভিপি জয়নাল সাহেব তাঁর বক্তব্যে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কথাগুলো তাঁকে দিয়ে গেছেন, সেগুলো তারেক রহমানকে পূরণ করতে হবে। এতে স্পষ্ট বোঝা যায়, মুখে বিএনপি বললেও অন্তরে এখনো তিনি হাসিনাকেই ধারণ করেন। দুঃসময়ের ত্যাগী বিএনপিকে বাদ দিয়ে দিবস নেতাদের হাতে ফেনী বিএনপির ভাগ্য তুলে দেওয়া, বিএনপি চাইলে ভুল করতে পারে কিন্তু জনগণ সে ভুল করবে না। জনগণ গত ১৭ বছরে লীগ সরকারের ফ্যাসিবাদী শাসন ও নির্যাতনের কথা ভুলে যায়নি।”

সালাম ফরায়েজী নামের আরেকজন লিখেছেন, “আপনি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন, একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন এবং ক্ষমতার নানা অভিজ্ঞতা অর্জন করেছেন। বয়স ও অভিজ্ঞতার এই পর্যায়ে এসে বিশ্রাম নেওয়াও নিঃসন্দেহে একটি সম্মানজনক সিদ্ধান্ত হতে পারত। নির্বাচন সব সময়ই অনিশ্চিত। পরাজয়ের ক্ষেত্রে দীর্ঘ রাজনৈতিক জীবনের অর্জন অনেকটাই ম্লান হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আবার নির্বাচিত হলেও শারীরিক সক্ষমতার সীমাবদ্ধতার কারণে অল্প সময়ের মধ্যেই উপনির্বাচনের পরিস্থিতি তৈরি হলে, তার মূল্য শেষ পর্যন্ত জনগণকেই দিতে হবে, যা কোনোভাবেই কাম্য নয়।”

নুরুল করিম সাকিল নামের একজন মন্তব্য করেছেন, “কাকার বয়স হইছে। এমপি হলেও প্রভাব থাকবে না। ২০০১ সালে এমপি হয়েও ক্ষমতা ছিল না! বৃদ্ধ মানুষটারে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেইখেন।”

মো. মিশু নামের একজন মন্তব্য করেন, “যোগ্য লোককে স্থান না দিলে অবস্থা এমনই হবে।” 

মো. আজিজ ফেসবুকে মন্তব্য করেছেন, “বয়স হয়ে গেছে তো। বয়সের কারণে ভুল করতেছে। কেউ মাইন্ড কইরেন না।” 

তবে ‘জয়নাল আবদিন ভিপি’ নামের একটি ফেসবুক পেইজে এক পোস্টে বলা হয়েছে, “আমার একটি বক্তব্যকে একটি মহল প্রযুক্তি ব্যবহার করে কুরুচিপূর্ণভাবে অপপ্রচার করছে। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং কাউকে এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

এ বিষয়ে জানতে চাইলে ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির বলেছেন, “বক্তব্যের সময় আমি সেখানে ছিলাম। তবে, বিষয়টি আমার নজরে আসেনি।” 

ঢাকা/সাহাব/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়