ঢাকা     সোমবার   ২৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমল

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৭, ২৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২০:৪৮, ২৬ জানুয়ারি ২০২৬
বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমল

প্রকাশকদের অনুরোধে বই মেলার স্টল ভাড়া কমানো হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এই নির্দেশনা দেন তিনি।

আরো পড়ুন:

সোমবার সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা শুরু হবে।

 সংস্কৃতি মন্ত্রণালয়ের দেওয়া ফেসবুক পোস্ট


সংস্কৃতি মন্ত্রণালয় জানায়, বাংলা একাডেমি বইমেলা আয়োজনে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।

ঢাকা/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়