ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে জ্যাকেট ও ব্লেজারের রমরমা বিকিকিনি

রেজাউল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৪০, ২০ ডিসেম্বর ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চট্টগ্রামে জ্যাকেট ও ব্লেজারের রমরমা বিকিকিনি

জ্যাকেট ও ব্লেজার

রেজাউল করিম, চট্টগ্রাম : শীত মানেই যেনো জ্যাকেট আর ব্লেজারের ফ্যাশন। চট্টগ্রামের শীত বস্ত্রের বাজারে মধ্যবিত্ত শ্রেণির পছন্দের শীর্ষে রয়েছে পাতলা অথবা কৃত্রিম চামড়া, গ্যাবাডিন কাপড়ের ব্লেজার বা জ্যাকেট।


চট্টগ্রামের বিভিন্ন ব্র্যান্ড ও নন-ব্র্যান্ডের শীতবস্ত্রের দোকান ঘুরে দেখা গেছে, আনুষ্ঠানিক বা ফরমাল নয়, ক্যাজুয়াল ব্লেজারই বেশি চলছে বাজারে। চাহিদার শীর্ষে আছে চামড়া ও কৃত্রিম চামড়া/র‌্যাক্সিনের জ্যাকেট। নানা রঙ ও স্টাইলের জ্যাকেট পাওয়া যাচ্ছে। এ ছাড়া গ্যাবাডিন কাপড়ের, মখমলের ব্লেজার বা জ্যাকেট বিক্রি হচ্ছে দেদারছে। সেমিস্যুট ধাচের ব্লেজারও চলছে বেশ। কটন কাপড়ে প্রিন্ট করা, অ্যাপলিক করা, চেক, স্ট্রাইপের হাতা ছাড়া ও হাতাওয়ালা ওভেন হুডিস মেয়েদের পছন্দের শীর্ষে রয়েছে। এগুলোতেও রয়েছে নানা ডিজাইন। এ ছাড়া মেয়েরাও জিন্স বা ফরমাল প্যান্টের সঙ্গে পড়ার জন্য ব্লেজার ও জ্যাকেট কিনছেন বলে জানালেন বিক্রেতারা।

 

চট্টগ্রামের শীতবস্ত্রের প্রধান বাজার হকার মার্কেটের ব্যবসায়ী ফেসবুক মেনস-এর মালিক মো. মিজান রাইজিংবিডিকে বলেন, কটন কাপড়ের বিভিন্ন রঙের স্ট্রাইপের সুয়িট টপসও মেয়েদের পছন্দের তালিকায় রয়েছে। ফ্যাশন সচেতন ছেলে-মেয়ারা হুডি ও নন-হুডি জ্যাকেট দুটিই নিচ্ছে। চট্টগ্রামে এখনো শীত জেঁকে না বসায় গতবারের তুলনায় দামেও সস্তায় পাওয়া যাচ্ছে সব ধরনের শীতবস্ত্র। ডেনিম, ফ্লানেল, কর্ড, মোটা ক্যানভাসের কাপড়, প্যারাসুটের কাপড় এবং চামড়ার তৈরি জ্যাকেট তরুণরা একটু বেশিই পছন্দ করে। এগুলোর মধ্যে বেশি চাহিদা ডেনিম এবং চামড়ার পোশাকের।

 

চট্টগ্রামের সানমার ওশান সিটির শীতবস্ত্র বিক্রেতা রূপম সনিয়াত রাইজিংবিডিকে বলেন, শীতের তীব্রতা এখনো না বাড়লেও আগামী কিছুদিনের মধ্যে চট্টগ্রামে তীব্র শীত অনুভূত হতে পারে। আসন্ন শীতকে সামনে রেখে শীতবস্ত্রের পোশাক বিক্রি এখন রমরমা। এই বছর শীতবস্ত্রের বাজারে নানা বৈচিত্র থাকায় তরুণ-তরুণীরা নানা রং ও ঢং-এর শীতবস্ত্র কিনছে দেদারছে। এই পোশাক বিক্রেতা জানান, তরুণরা সব সময় ভিন্ন কিছু চায়। ফ্যাশন সচেতন তরুণরা শীতকালে নিত্যনতুন ফ্যাশনের সঙ্গে সঙ্গে ভিন্ন মাত্রায় ফ্যাশনের মিল ঘটায়। শীতের কাপড় বিচারের ক্ষেত্রে তরুণ-তরুণীদের কাছে কাপড়ের উষ্ণতা, স্টাইল  এবং আরাম দুটোই সমানভাবে বিবেচিত হয়। এইসব দিক বিবেচনা করেই বাজারে এসেছে বিভিন্ন ফ্যাশনেবল পোশাক।

 

আধুনিক এসব পোশাকের বাইরেও চট্টগ্রাম হকার মার্কেট আমদানিকৃত পুরাতন শীতবস্ত্রের বাজারও বেশ জমজমাট। মধ্যবিত্ত নিম্নবিত্ত সব শ্রেণির মানুষ হকার মার্কেট থেকে তাদের পছন্দনীয় শীতবস্ত্র সংগ্রহ করতে পারছে সর্বনিম্ন ১৫০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্যে।

 

চট্টগ্রামে শীতবস্ত্রের দরদাম : এবারের শীতের পোশাকে ডিজাইনের পাশাপাশি দামেও ভিন্নতা আছে। চামড়ার জ্যাকেট কেনা যাবে ৩ হাজার থেকে ৮ হাজার টাকায়। র‌্যাক্সিন ও গ্যাবাডিন কাপড়ের জ্যাকেটের দাম পড়বে ২ হাজার থেকে ৫ হাজার টাকা। কটন কাপড়ের জ্যাকেটের দাম পড়বে ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৫৫০ টাকা। ব্লেজারের দাম পড়বে ১ হাজার ৪শ’টাকা থেকে ৫ হাজার টাকা, গ্যাবাডিন কাপড়ের ব্লেজারের দাম পড়বে ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার টাকা। মখমলের ব্লেজার ৪ হাজার থেকে ৬ হাজার টাকায় পাওয়া যাবে। কানটুপি, শাল, মোটা কাপড়ের পাঞ্জাবি, সালোয়ার-কামিজ। শীতের বাজার গরম রাখতে সব আয়োজনই সম্পন্ন করেছে ফ্যাশন হাউসগুলো।

 

 

 

রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ ডিসেম্বর ২০১৪/রেজাউল/দিলারা

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়