ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিউটি পার্লারে বাড়ছে তরুণীদের ভিড়

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৪, ৪ আগস্ট ২০১৩   আপডেট: ০৮:৪৫, ১১ আগস্ট ২০২০
বিউটি পার্লারে বাড়ছে তরুণীদের ভিড়

ফেরদৌসী শম্পা
ঢাকা, ৪ আগস্ট: দেখতে দেখতে রোজা প্রায় শেষের দিকে। ঈদ ঘরে পা রাখলো বলে। ইতিমধ্যে ঈদ শপিং শেষ সবারই।

কিন্তু, শেষ হয়েও হলো না শেষ।নিজেকে সবচেয়ে সুন্দর লাগার প্রতিযোগিতায় সবাই ছুটছে বিউটি পার্লারে।নির্দিষ্ট দিনের জন্য নিজেকে তৈরি করতে একটু আগেভাগেই প্রস্তুতি নিতে হবে। এর জন্য প্রয়োজন হয় আগাম রূপচর্চার। আর এ জন্যই উপজেলার প্রতিটি বিউটি পার্লারে এখন বিভিন্ন বয়সী নারীদের উপচে পড়া ভিড়।  মুখ, চুল ও হাত-পায়ের শোভা বর্ধন করে নিজেকে আকর্ষণীয় করে সবাই ব্যস্ত।

তরুণী থেকে শুরু করে বিভিন্ন বয়সের নারী প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নিজেকে ভিন্ন রুপে সাজাতে পার্লারগুলোতে ভিড় জমাচ্ছেন। বছরের অন্যান্য সময়ের তুলনায় এ সময় নামদামি পার্লার ছাড়া অলিগলিতে অবস্থিত পার্লার গুলোতে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়।

চুল থেকে নখ পর্যন্ত আকর্ষণীয় করে তোলার জন্য একেক জন্য নিচ্ছে একেক রকম সার্ভিস। কেউ ভ্রুপ্লাক, আপার লিপ, ফুল ফ্রেম থ্রেডিং,  কেউ হেয়ারস্টাইল, বিভিন্ন রকম ফেসিয়াল,  চুল রিবন্ডিং, চুলের হাইলাইট, হেয়ার স্পা ট্রিটমেন্ট, মেনিকউর, পেডিকউর ইত্যাদি।

বিউটি পার্লার পারসোনার’ সার্ভিস নিতে আসা ফারহানা বলেন ‘আসলে ঈদ মানেই অন্যরকম একটি আনন্দের দিন।একটি বছর অপেক্ষা করতে হয়। তাই এ দিনটিতে নিজেকে সুন্দর করতে চায় সবাই।ঈদের সকালে বা বিকেলে বেড়াতে যাবার আগে যত সাজ নেয়া যায় ততই ভালো। কারণ নিজেকে ফুটিয়ে তোলার অপূর্ব সময় এটি। কেননা ঈদের দিনে সবার কাছে নিজেকে আকর্ষণীয় করে তুলতে না পারলে পুরো আনন্দই মাটি হয়ে যাবে।

বিউটি পার্লার ‘ড্রিমস’ আসা নিতু বলেন,‘ প্রতিমাসেই পার্লারে আসি,তবে এ আসাটা ভিন্ন।হেয়ারস্টালইটা চেঞ্জ, ফেসিয়াল, পেডিকিউর ও মেনিকিউর করতে এসেছি।ঈদ উৎসবে নিজেকে সাজানো শিল্প আর রুচির সংমিশ্রণে অভিজাত্যের নতুন প্রতীক’।

‘রেড’ পার্লারের পরিচালক আফরোজা পারভীন রাইজিংবিডিকে জানান ‘যেকোন উৎসবে সৌন্দর্য বৃদ্ধিতে নারী শুধু  চার দেয়ালে বন্দী থেকেই সাজগোজ করতেন। কিন্তু অবস্থার পরিবর্তন  হয়েছে। ঈদের আর মাত্র কয়েক দিন বাকি। এখনই কিছুটা সাজগোজের কাজ সেরে না নিলে হয়ত আর সময় পাওয়া যাবে না। আর তাই ঈদ উপলক্ষে নিজেকে আকর্ষণীয় তোলার জন্য  প্রতিটি বিউটি পার্লারে এখন রমণীদের ভিড় বাড়ছে। তাদের কথা চিন্তা করেই অন্যান্য সময়ের তুলনার বেশি রাত পর্যন্ত খোলা রাখতে হচ্ছে’।

 

রাইজিংবিডি / এফএস

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়