ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল মুগ ডালের চাষ

আনোয়ার শাহীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ১৯ জুন ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জনপ্রিয় হচ্ছে উচ্চ ফলনশীল মুগ ডালের চাষ

মুগ ডালের খেতে ফসল তুলছেন কৃষক (ছবি: আনোয়ার শাহীন)

আনোয়ার শাহীন, মাগুরা : মাগুরায় বারি-৬ ও বীনা-৫ জাতের উচ্চ ফলনশীল (উফশী) মুগ ডালের চাষ জনপ্রিয় হচ্ছে। স্বল্প খরচে অধিক ফলনের কারণে কৃষকরা এ ডাল চাষে উৎসাহিত হচ্ছেন।

কৃষি বিভাগের তথ্য মতে, জেলার কৃষকরা এ বছর ১ হাজার হেক্টর জমিতে বারি-৬ ও বীনা-৫ জাতের মুগডাল চাষ করেছেন।

আমন ধান চাষের পর বোরো আবাদের আগে মধ্যবর্তী সময়ে ৮০ থেকে ৮৫ দিনে এ ডাল কৃষকদের ঘরে উঠে। যে কারণে কৃষকরা একটি বাড়তি ফসল ঘরে তুলতে পারেন। এ ডাল চাষে সেচ ও সার প্রয়োজন হয় না। আমন চাষের পর মাটিতে যে রস থাকে তা থেকেই এ ডাল চাষ করা সম্ভব।

সাধারণ জাতের তুলনায় বারি-৬ ও বীনা-৫ জাতের মুগ ডালের গাছে পোকার আক্রমণ কম হয়। জমিতে কোন সার প্রয়োগ করতে হয় না।

সাধারণ জাতের মুগ ডাল হেক্টর প্রতি ফলন হয় ১৫ থেকে ২০ মন। সেখানে বারি-৬ ও বীনা-৫ জাতের মুগডালের ফলন হয় ৪০ থেকে ৪৫ মন। কম খরচে দ্বিগুন উৎপাদন ও জমি থেকে একটি বাড়তি ফসলের কারণে এলাকার কৃষকরা ব্যাপকভাবে এ ডাল চাষে উৎসাহিত হচ্ছেন।

সদর উপজেলার পশ্চিম রামনগর গ্রামের কৃষক মোকছেদ মণ্ডল জানান, তিনি আমন চাষের পর এক একর জমিতে বারি-৬ জাতের মুগ ডাল চাষ করেছিলেন। বোরো ধান চাষের আগে ৮০ দিনে তিনি একটি বাড়তি ফসল ঘরে তুলেছেন। যা থেকে তার ২০ মন মুগ ডাল উৎপাদন হয়েছে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা রশিদুল ইসলাম জানান, স্থানীয় বিনা উপকেন্দ্র ও কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের এ মুগ ডাল চাষের জন্য বীজ সরবরাহের পাশাপাশি প্রযুক্তিগত পরামর্শ দেওয়া হচ্ছে। ভালো ফলনের কারণে কৃষকরা এ ডাল চাষে উৎসাহিত হচ্ছেন।

সারাদেশে এর চাষ ছড়িয়ে দিতে পারলে আগামীতে ডাল আমদানি কমানো সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
    

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৪/আনোয়ার শাহীন/টিপু/শাহনেওয়াজ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়