ঢাকা     শুক্রবার   ০৭ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিসে ৫০ লাখ টাকা সহায়তা

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫১, ১৪ অক্টোবর ২০২৫  
জবিতে প্রথমবার স্নাতকোত্তর থিসিসে ৫০ লাখ টাকা সহায়তা

ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথমবারের মতো স্নাতকোত্তর পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ২৭টি বিভাগের মোট ৩৫৪ জন শিক্ষার্থী এই বরাদ্দের আওতায় গবেষণায় আর্থিক সহায়তা পাবেন।

আরো পড়ুন:

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিটি শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবেন। ২০২৪-২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এই বরাদ্দ ‘থিসিস শিক্ষার্থীদের বৃত্তি’ হিসেবে বিবেচিত হবে। অর্থটি কেবল গবেষণা সংক্রান্ত ব্যয়ে ব্যবহার করা যাবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, গবেষণামুখী শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এতে শিক্ষার্থীরা গবেষণায় আরো উৎসাহিত হবেন এবং জবি একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজের অবস্থান আরো শক্তিশালী করবে।

ঢাকা/লিমন/মেহেদী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়