ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইবিতে চোর সন্দেহে ২ যুবক আটক

ইবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২০ এপ্রিল ২০২৪  
ইবিতে চোর সন্দেহে ২ যুবক আটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চোর সন্দেহে দুই যুবককে পুলিশে সোপর্দ করা হয়েছে। শনিবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার থেকে তাদেরকে আটক করেন বিশ্ববিদ্যালয়ের সিকিউরিটি ইনচার্জ মো. আব্দুস সালাম ও খলিলুর রহমান। পরে পুলিশের নিকট তাদের সোপর্দ করে ইবি থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আটককৃতরা হলেন- কুষ্টিয়ার পূর্ব মজমপুর গ্রামের বাসিন্দা মুক্তার হোসেনের ছেলে জীবন (৩০) ও একই এলাকার মিলনের ছেলে শান্ত (৩২)।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টারে চুরি করতে আসেন জীবন ও শান্ত। তবে ওই সংরক্ষিত এলাকায় ঢুকে কিছু চুরি করার আগেই তাদের আটক করা হয়। এর আগেও বেশ কয়েকবার চুরির ঘটনা ঘটেছিল এবং কয়েকজনকে আটকও করা হয়েছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, বিশ্ববিদ্যালয়ের সম্পদ রাষ্ট্রীয় সম্পদ। তাই আমরা রেজিস্ট্রার বরাবর ফরোয়ার্ড করেছি এবং আটককৃতদের পুলিশে সোপর্দ করেছি। বাকিটা প্রশাসন দেখবে।

/ইদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়