ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রায় সাড়ে ৬ বছর পর রেজিস্ট্রার পদে ফিরলেন মুজিবুর রহমান

কুবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৮, ১১ আগস্ট ২০২৪  
প্রায় সাড়ে ৬ বছর পর রেজিস্ট্রার পদে ফিরলেন মুজিবুর রহমান

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) রেজিস্ট্রার পদে নিয়োগ পাওয়া মো. মুজিবুর রহমান মজুমদার ৬ বছর ৫ মাস ১৬ দিন পর দায়িত্ব ফিরে পেয়েছেন। রোববার (১১ আগস্ট) সকালে তিনি রেজিস্ট্রার দপ্তরে ফিরে সপদে দায়িত্ব পালন করা শুরু করেন।

জানা গেছে, রেজিস্ট্রার হিসেবে নিয়োগ পাওয়ার পরও বিভিন্ন সময় নানা কারণে তাকে লাইব্রেরিয়ান পদে দায়িত্ব পালন করতে হয়। এর মধ্যে, ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। মাঝে ভারপ্রাপ্ত হিসেবে কামাল উদ্দিন ভূঁইয়া, অতিরিক্ত দায়িত্ব হিসেবে ড. মোহা. তৌহিদুল ইসলাম রেজিস্ট্রারের দায়িত্ব পালন করে। এরপর ২০১৩-১৮ পর্যন্ত সময়ে তিনি রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করতে পেরেছেন।

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পরিবর্তনের সঙ্গে সঙ্গে রেজিস্ট্রার হিসেবে কখনো শিক্ষক, কখনো অন্য কর্মকর্তারা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আবু তাহের প্রথমে চলতি দায়িত্ব ও পরবর্তীতে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রেজিস্ট্রারের দায়িত্ব পালন করেন। সর্বশেষ কর্মকর্তাদের মধ্যে আমিরুল হক চৌধুরী রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার বলেন, আমরা যে আন্দোলন দেখেছি, এটা ছিলই বৈষম্যবিরোধী। আমিও আমার জায়গা থেকে কারও সঙ্গে বৈষম্য না করে কাজ করবো। শিক্ষার্থীরা যে নতুন বাংলাদেশ চাচ্ছেন, সেটি তৈরির জন্য তাদের সঙ্গে কাজ করবো। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা - কর্মচারী কেউ যেন কোনো প্রকার বৈষম্যের শিকার না হন, সেটি প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো।

/এমদাদুল/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়