ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি ও পদযাত্রা

ঢাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ১৪ আগস্ট ২০২৪  
শাহবাগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান কর্মসূচি ও পদযাত্রা

সপ্তাহব্যাপী ‘রেজিস্ট্যান্স উইক’র অংশ হিসেবে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বুধবার (১৪ আগস্ট) বিকেলে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচিতে খুনি হাসিনার ফাঁসির দাবি জানান শিক্ষার্থীরা।

এ সময় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার ও সারজিস আলম।

আবু বাকের মজুমদার সপ্তাহব্যাপী ‘প্রতিরোধ কর্মসূচি’র অংশ হিসেবে দ্বিতীয় দিনের কর্মসূচি ঘোষণা করে বলেন, আজ শাহবাগে অবস্থান করা হবে। পরবর্তীতে রাফা প্লাজার সামনে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচিতে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানচ্ছি।

সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ এসময় তাদের বক্তব্যে ১৫ আগস্টকে কেন্দ্র করে ও সাম্প্রদায়িক হামলা রুখে দিতে ছাত্র জনতাকে রাজপথে থাকার জন্য আহ্বান জানান।

/রনি/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়