ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদত্যাগে বাধ্য হলেন সদ্য পদায়নকৃত রাজশাহী কলেজের অধ্যক্ষ

রাজশাহী কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪  
পদত্যাগে বাধ্য হলেন সদ্য পদায়নকৃত রাজশাহী কলেজের অধ্যক্ষ

শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেছেন রাজশাহী কলেজের অধ্যক্ষ পদে সদ্য নিয়োগ পাওয়া অধ্যাপক ড. আনারুল হক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে তিনি পদত্যাগ করেন।

সাদা কাগজে পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করলাম। বিষয়টি সদয় বিবেচনার জন্য প্রেরণ করা হলো।’

জানা গেছে, গত ৯ সেপ্টেম্বর রাজশাহী কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান অধ্যাপক ড. আনারুল হক। এর আগে তিনি শহিদ বুদ্ধিজীবী সরকারি কলেজের অধ্যক্ষ ও রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন। তার বিরুদ্ধে ২০১৬-১৭ অর্থবছরে শিক্ষা বোর্ডের ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল। এ ঘটনায় ২০২০ সালে তার বিরুদ্ধে তিনটি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. ইব্রহীম আলী বলেন, দুপুরে তিনি (আনারুল হক) পদত্যাগ করেছেন।

/দুর্জয়/মেহেদী/

সর্বশেষ

পাঠকপ্রিয়