ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গবির চতুর্থ সমাবর্তন: ফের বাড়ল নিবন্ধনের সময়

গবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ১৩ জানুয়ারি ২০২৫   আপডেট: ২১:২৩, ১৩ জানুয়ারি ২০২৫
গবির চতুর্থ সমাবর্তন: ফের বাড়ল নিবন্ধনের সময়

দশক পেরিয়ে অবশেষে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আয়োজন হতে যাচ্ছে চতুর্থ সমাবর্তন। বহুল প্রতীক্ষিত এ সমাবর্তনে অংশগ্রহণের নিবন্ধনের সময়সীমা তৃতীয় দফায় আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সমাবর্তন কমিটির সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে, নিবন্ধনের সময় দুই দফা বৃদ্ধি করা হয়।

গত বছরের ২ মে সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা ছাড়াই নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। পরে দুই দফায় সময় বাড়িয়ে ১ আগস্ট পর্যন্ত নিবন্ধনের সুযোগ দেওয়া হয়। তবে জুলাই মাসে গণঅভ্যুত্থানের পর দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান স্থগিত রাখার নির্দেশ দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। পরে ইউজিসি সমাবর্তন আয়োজন পুনরায় শুরু করার অনুমতি দিলে গবির চতুর্থ সমাবর্তনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয় এবং নিবন্ধনের সময় বাড়ানো হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য চতুর্থ সমাবর্তনে স্নাতক/স্নাতকোত্তর, এমবিবিএস ও বিডিএসসহ প্রায় ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। ইতোমধ্যে প্রায় ৯ শতাধিক শিক্ষার্থী নিবন্ধন সম্পন্ন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, “আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গবির চতুর্থ সমাবর্তন। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ। সমাবর্তনের বক্তা হিসেবে থাকবেন অধ্যাপক ড. বিজন কুমার শীল। আমরা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর সমাবর্তনের আয়োজন করতে চাই। সার্বিক বিষয়ে সকলের সহযোগিতা কামনা করি।”

এ সমাবর্তনে ২০১৪ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত স্নাতক/স্নাতকোত্তর, ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের জানুয়ারি পর্যন্ত পেশাগত এমবিবিএস এবং ২০১৭ সালের আগস্ট থেকে ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পেশাগত বিডিএস ডিগ্রিধারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এছাড়াও ২০২৪ সালের অক্টোবর সেশনের যে শিক্ষার্থীরা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে তারাও আবেদন করতে পারবেন।

সমাবর্তনের নিবন্ধন সংক্রান্ত বিস্তারিত তথ্য সমাবর্তনের ওয়েবসাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে গবি প্রশাসন।

ঢাকা/সানজিদা/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়