ঢাকা     বৃহস্পতিবার   ২০ মার্চ ২০২৫ ||  চৈত্র ৭ ১৪৩১

পাবিপ্রবি প্রেস ক্লাবের নেতৃত্বে জাহিদ-শিথিল

পাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৫  
পাবিপ্রবি প্রেস ক্লাবের নেতৃত্বে জাহিদ-শিথিল

সভাপতি জাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হুদা শিথিল

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রেস ক্লাবের ‘কার্যনির্বাহী কমিটি-২০২৫’ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার পাবিপ্রবি প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রতিদিনের বাংলাদেশের পাবিপ্রবি প্রতিনিধি নাজমুল হুদা শিথিল।

‎বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত পাবিপ্রবি প্রেসক্লাবের কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগণনা শেষে দুপুর ২টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. মীর হুমায়ূন কবীর। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ড. মো. রাশেদুল হক ও মোহা. গালিব হাসান।

‎সাত সদস্য বিশিষ্ট কমিটির অন্য পদগুলোতে নির্বাচিতরা হলেন, দপ্তর সম্পাদক এমরান হোসেন তানিম (জাগো নিউজ, দৈনিক বিবৃতি), কোষাধ্যক্ষ আলফি সানি (দৈনিক সবুজ বাংলা, ডেইলি বাংলাদেশ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মোজাহিদ হোসেন (ডেইলি ক্যাম্পাস, দৈনিক সিনসা)।

এছাড়া কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন মিকাইল হোসাইন (দৈনিক নয়া দিগন্ত) এবং সাজ্জাদুল ইসলাম (দৈনিক ইনকিলাব)।

ঢাকা/আতিক/মেহেদী


সর্বশেষ

পাঠকপ্রিয়