শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আইএসইউতে সেমিনার
ক্যাম্পাস ডেস্ক || রাইজিংবিডি.কম
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে সেমিনার
ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) কৌশলগত অ্যাক্সেলারেশন প্রোগ্রামবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ মে) আইএসইউ মহাখালী ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব এবং অ্যাক্সেলারেটিং বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
প্রোগ্রামটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ার জন্য অনুপ্রাণিত করা এবং তাদেরকে ইমপ্যাক্ট-ভিত্তিক ইনোভেশন স্টার্টআপে ক্যারিয়ার গড়ার উপযুক্ত প্রস্তুতি প্রদান করা।
অংশগ্রহণকারীরা কৃত্তিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে কীভাবে সামাজিক ও পরিবেশগত সমস্যার কার্যকর সমাধান নিয়ে উদ্যোগ গ্রহণ করা যায়, সে বিষয়ে বিশদ ধারণা পান।
সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ডিইআইইডি এর বিএইচটিপিএ প্রকল্প পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার ও অ্যাক্সেলারেটিং বাংলাদেশের ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর মুহাম্মদ আরিফুর রহমান।
এছাড়াও বক্তব্য দেন, আইএসইউ প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. আবুল কাশেম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. মো. হাকিকুর রহমান এবং ক্লাবের মডারেটর ও অ্যাপারেল মার্চেন্ডাইজিং ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারপার্সন জগলুল হক মৃধা।
এই কৌশলগত অ্যাক্সেলারেশন প্রোগ্রামটি পরিচালিত হচ্ছে ডিইআইইডি বাংলাদেশ, বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এবং আইসিটি ডিভিশনের সম্মিলিত সহযোগিতায়।- প্রেস বিজ্ঞপ্তি
ঢাকা/মেহেদী