ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়: নাহিদ ইসলাম

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৬, ২৫ জুলাই ২০২৫   আপডেট: ২১:১১, ২৫ জুলাই ২০২৫
নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়: নাহিদ ইসলাম

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে কেউ প্রশ্নের ঊর্ধ্বে নয়। সবার সমালোচনা মাথায় নিয়ে তরুণদের নেতৃত্বে নতুন রাজনীতি তৈরি করতে চাই।”

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে সুনামগঞ্জ থেকে সিলেট শহর দিয়ে ‘জুলাই পদযাত্রা’ নিয়ে যাওয়ার সময় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি।

আরো পড়ুন:

তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের নির্বাচন দ্রুত ব্যবস্থা করতে হবে। বিশ্ববিদ্যালয় হলগুলোতে ঠিকমতো খাবার থাকতে হবে। লাইব্রেরিতে পর্যাপ্ত বই থাকবে। বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “জুলাই অভ্যুত্থানে শাবিপ্রবি অসীম সাহসিকতা দেখিয়েছিল। এখান থেকে লড়াই পুরো সিলেটে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনে বিশ্ববিদ্যালয়গুলো একেকটা দুর্গ হয়ে উঠেছিল।”

“এই ১ বছরে আমাদের অনেক চাওয়া-পাওয়া পূরণ হয়নি। তবে দেশে গণতন্ত্র ও মানবাধিকারের একটি পরিবেশ তৈরি হয়েছে। অনেক কিছু সংস্কার হচ্ছে,” যুক্ত করেন এনসিপি আহ্বায়ক।

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়