ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যথাযথ মর্যাদায় সিকৃবিতে উদযাপিত সিলেট মুক্ত দিবস

সিকৃবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:১৭, ১৫ ডিসেম্বর ২০২৫
যথাযথ মর্যাদায় সিকৃবিতে উদযাপিত সিলেট মুক্ত দিবস

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ১৫ ডিসেম্বর (সোমবার) সিলেট মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছার মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

সিলেট মুক্ত দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের জাতীয় দিবস উদযাপন কমিটির উদ্যোগে ভাইস-চ্যান্সেলর মহোদয়ের বাণী প্রচার করা হয় এবং সকাল ১১টায় এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে অতিথি ভবনের সম্মুখে অবস্থিত শহীদদের মাজার প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।

আরো পড়ুন:

সকাল ১১টা ১৫ মিনিটে জাতীয় দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে শহীদদের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে সকাল ১১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে সিলেট মুক্ত দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় দিবস উদযাপন কমিটির সদস্য প্রফেসর ড. মু. রাশেদ আল মামুনের সঞ্চালনায় এবং কমিটির সভাপতি ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মাননীয় ট্রেজারার প্রফেসর ড. এটিএম মাহবুব-ই-এলাহী, রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা এবং প্রক্টর প্রফেসর ড. মোঃ জসিম উদ্দীন আহম্মদ। মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন।

ঢাকা/আইনুল/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়