ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শাবিপ্রবি প্রশাসন

শাবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৪, ৩ আগস্ট ২০২৫   আপডেট: ১৭:৩৫, ৩ আগস্ট ২০২৫
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিল শাবিপ্রবি প্রশাসন

এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১২ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটরিয়ামে শাহজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এ সংবর্ধনার অনুষ্ঠিত হয়।

আরো পড়ুন:

শাহাজালাল ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নজরুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের চিফ প্যাট্রন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী।

সম্মানিত অতিথি ছিলেন ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের কো-প্যাট্রন ও বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মুসলেহ উদ্দিন আহমেদ তারেক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। 

এ সময় উপাচার্য এএম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, “আমরা এই ভেঙ্গে পড়া স্কুল অ্যান্ড কলেজটার পরিবর্তন করতে চাচ্ছি। এটাকে সিলেটের মধ্যে সেরা একটা স্কুল অ্যান্ড কলেজে রূপান্তর করার জন্য কাজ করছি। এটাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্কুলগুলোর আলোকে সাজাতে চাই। ইতোমধ্যে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বহুতল ভবন তৈরির কাজ চলমান রয়েছে, ল্যাবরেটরিগুলোর সংস্কার হচ্ছে।”

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরা অনেক ভালো ফলাফল অর্জন করেছো। তবে, একটি বিষয় মনে রাখতে হবে তোমরা এখনো প্রথম পর্যায়ে আছো। এরপর তোমাদের জীবনে আরো অনেক গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে। সেগুলোতে ভালো করতে হবে। শুধু মোবাইলের মধ্যে না থেকে গ্রুপে ভাগ হয়ে স্টাডি করতে হবে। লাইব্রেরিমুখী হতে হবে। নতুন কিছুর জন্য নিজের মধ্যে ভাবনা তৈরি করতে হবে।”

কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক জারিন তাসনিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক আহমদ কবির চৌধুরী, অ্যাগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবু সাঈদ আরেফিন খান, ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহিদুল হক, স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) দিগ্বিজয় চক্রবর্তী, কলেজের কৃষি বিজ্ঞান বিভাগের প্রভাষক নিলুফা ইয়াসমিন।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আ ফ ম মিফতাউল হক, কলেজ মহাপরিদর্শক (ভারপ্রাপ্ত) অতিরিক্ত রেজিস্ট্রার মো. ইউনুস আলী, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. সালমা আখতার, লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী প্রমুখ।

ঢাকা/ইকবাল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়