রাবিতে প্রযুক্তি প্রেমীদের নিয়ে ‘রোবটিড ২.০’
রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রযুক্তি ও রোবোটিক্সে শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত হয়েছে রোবটিড ২.০।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম সায়েন্স বিল্ডিংয়ের ৪০৩ নম্বর কক্ষে সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দুইটা সেগমেন্টে প্রযুক্তি ও রোবোটিক্সের এ মহোৎসব অনুষ্ঠিত হয়।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই), ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (আইইই), রোবটিক অ্যান্ড অটোম্যাটিক সোসাইটি (আরএএস) ও রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টারের (আরইউবিসি) যৌথ আয়োজনে ব্রাকনেট লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং রোবমেন্ট এর সহযোগিতায় এ আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এ ওয়ার্কশপে ছিল কুইজ, বট ফাইট, টেকনিক্যাল সেশন এবং প্রজেক্ট ও রোবট (সসার বোট) ডেভেলপমেন্ট কার্যক্রম।
এতে উদ্বোধনী বক্তব্য দেন আরইউবিসি এর কাউন্সেলর ড. মো. এমদাদুল হক। এতে উপস্থিত ছিলেন আইইই, আরইউবিসি ও আরএএস এর উপদেষ্টা ড. মো. আরিফুল ইসলাম নাহিদ এবং আইইই প্রতিষ্ঠাকালিন উপদেষ্টা ড. শামীম আহমেদ। ওয়ার্কশপ পরিচালনায় ছিলেন রোবমেন্ট থেকে আসা বিশেষজ্ঞ মেন্টরগণ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞান সংশ্লিষ্ট বিভাগগুলোর শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানের দুইটি সেশনে অংশ নেন। প্রতিটি সেশনে ছিল তাত্ত্বিক আলোচনা, হাতে-কলমে কয়েকটি প্রজেক্ট এবং সসার বোট ডেভেলপমেন্ট কার্যক্রম। পরবর্তীতে আটটি গ্রুপকে দুই দলে ভাগ করে আটটি বটের অংশগ্রহণে এক প্রীতি ম্যাচ ও কুইজ প্রতিযোগিতা এবং এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা রোবটের ডিজাইন ও কাঠামো নির্মাণ, মোটর, সেন্সর ও কন্ট্রোল সিস্টেমের ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি টিমওয়ার্ক, সমস্যা সমাধান, প্রতিযোগিতামূলক দক্ষতা ও নতুন নতুন উদ্ভাবনী আইডিয়া প্রয়োগের সুযোগ পান।
অংশগ্রহণকারীদের মধ্যে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী কামরুল হাসান বলেন, “এই আয়োজনের মাধ্যমে আমরা রোবোটিকস সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করতে পেরেছি। পাঠ্য বইয়ের জ্ঞানের পাশাপাশি বাস্তবিক জ্ঞান অর্জন করাও সহজ হয়েছে। কারণ আমরা বইয়ে যা পড়ি, তা বাস্তবে প্রয়োগ করতে পারলে আমাদের জ্ঞান আরো সমৃদ্ধ হয়।”
ঢাকা/ফাহিম/মেহেদী