ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাকসু নির্বাচন: ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

রাজশাহী ও রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৬, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ২০:১৭, ১৬ অক্টোবর ২০২৫
রাকসু নির্বাচন: ভোট গণনা শুরু, দেখানো হচ্ছে এলইডি স্ক্রিনে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু), হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। এলইডি স্ক্রিনের মাধ্যমে সরাসরি দেখানো হচ্ছে এ ভোট গণনা কার্যক্রম।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন আনা হয় সব কেন্দ্রের ব্যালট বাক্স। সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু হওয়ার কথা থাকলেও তা রাত ৮টার দিকে শুরু হয়।

আরো পড়ুন:

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তন ও শহীদ মিনারে স্থাপিত এলইডি স্ক্রিনে সরাসরি দেখানো হচ্ছে ভোট গণনা। শিক্ষার্থীরা অধির আগ্রহে অপেক্ষা করছেন স্ক্রিনের সামনে।

নির্বাচন কমিশনার অধ্যাপক ড. নিজাম উদ্দিন বলেন, “অত্যন্ত চমৎকার পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ভোট কাস্ট হয়েছে ৬৯.৮৩ শতাংশ। শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে ভোট প্রয়োগ করেছে। আমরা পোলিং অফিসারদের সামনে ব্যালট বাক্সগুলো খুলেছি। গণনা যন্ত্রগুলো চেক করা হয়েছে। ভোট গণনার কাজ শুরু হয়েছে। আশা করছি, আমরা খুব দ্রুত ফলাফল দিতে পারব।”

এবারের রাকসু নির্বাচনে ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১। ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় ৯টি একাডেমিক ভবনে স্থাপিত ১৭টি ভোটকেন্দ্রে। কেন্দ্রীয় রাকসুর ২৩টি পদে মোট ৩০৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর মধ্যে রয়েছে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও অন্যান্য গুরুত্বপূর্ণ পদ। সিনেটের ছাত্র প্রতিনিধির পাঁচটি পদে ৫৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে ১৭টি হল সংসদের ২৫৫টি পদে মোট ৫৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটারের ৩৯ দশমিক ১০ শতাংশ নারী, ৬০ দশমিক ৯০ পুরুষ।

তবে ভোট দিয়েছেন ২০ হাজার ১৮৭ শিক্ষার্থী। সে হিসাবে ভোট দিয়েছেন গড়ে ৬৯ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী।

ঢাকা/কেয়া/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়