ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ২০ নভেম্বর

রাবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০১, ২১ অক্টোবর ২০২৫  
রাবি ভর্তি পরীক্ষার আবেদন শুরুর সম্ভাব্য তারিখ ২০ নভেম্বর

ফাইল ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে ২০ নভেম্বর। 

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম সম্ভাব্য এ তারিখের কথা জানান।

আরো পড়ুন:

এর আগে, গত ৬ অক্টোবরে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ভর্তি উপ-কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হয় যে, এবারের ভর্তি পরীক্ষা ‘সি’ ইউনিট (বিজ্ঞান) দিয়ে শুরু হবে। ১৬ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান), ১৭ জানুয়ারি ‘এ’ ইউনিট (মানবিক) এবং ২৪ জানুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া সিদ্ধান্ত হয়, এ বছরে সিলেকশন থাকবে না। দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে। প্রথম শিফটের পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা এবং দ্বিতীয় শিফটের পরীক্ষা বিকাল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। 

এবারের ভর্তি পরীক্ষা রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রংপুর ও বরিশাল বিভাগে অবস্থিত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

আবেদনের তারিখের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, “এবারের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হতে পারে আগামী ২০ নভেম্বর। তবে ভর্তি কমিটির মিটিং এখনো অনুষ্ঠিত হয়নি। মিটিং অনুষ্ঠিত হলে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হবে।”

গত রবিবার (১৯ অক্টোবর) ভর্তি উপ-কমিটির মিটিং অনুষ্ঠিত হয়। এ মিটিংয়ে ভর্তি কমিটিকে আবেদনের যোগ্যতার বিষয়ে সুপারিশ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।

তিনি বলেন, “একজন শিক্ষার্থীর জিপিএ কত হলে আবেদন করতে পারবেন, সে বিষয়ে ভর্তি কমিটিকে সুপারিশ করেছে ভর্তি উপ-কমিটি। সুপারিশ অনুযায়ী, মানবিক শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের আবেদন করতে হলে এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।”

তিনি আরো বলেন, “বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০-সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। এছাড়া বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় (চতুর্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০-সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।”

ঢাকা/ফাহিম/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়