ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জকসু: সর্বকনিষ্ঠদের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের মনোনয়ন সংগ্রহ

জবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০০, ১৬ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:০২, ১৬ নভেম্বর ২০২৫
জকসু: সর্বকনিষ্ঠদের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের মনোনয়ন সংগ্রহ

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ‘তরুণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। জকসুর সব পদেই তাদের ব্যাচের প্রতিনিধি থাকবে বলে জানান তারা।

রবিবার (১৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ ২০তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের প্রতিনিধিরা শহীদ সাজিদ ভবনে অবস্থিত নির্বাচন কমিশন কার্যালয় থেকে অধিকাংশ মনোনয়ন উত্তোলন করেন।

আরো পড়ুন:

২০ ব্যাচের প্রতিনিধি হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার মূল উদ্দেশ্য ব্যাখ্যা করে এজিএস প্রার্থী শাহরিয়ার রহমান আবির বলেন, “আমি চাই জকসু নির্বাচনটি যেন সব ভয়ভীতি ও দল-মতের পার্থক্য ছাপিয়ে বছরের সর্ববৃহৎ উৎসবে পরিণত হয়। ২০তম ব্যাচের নেতৃত্বকে দৃশ্যমান করার লক্ষ্য নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছি।”

জকসুর সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করা খন্দকার সালিল আলম আরাফ পরিবর্তনের অঙ্গীকার নিয়ে বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, পরিবর্তন আনার জন্য দাঁড়িয়েছি। যে জকসু সমস্যায় চুপ থাকে, সেটি আমার নয়। অন্যায়ের বিরুদ্ধে এবং শিক্ষার্থীদের অধিকারের প্রশ্নে আমি আপসহীন থাকব। প্রতিশ্রুতি নয়, কাজ—এটাই আমার পরিচয়।”

ভিপি পদের প্রার্থী তাওসিন ইসলাম বিশ্ববিদ্যালয়ের জকসু নির্বাচনকে ‘গণতন্ত্র চর্চার নতুন সূচনা’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর হওয়ার পর এবারই প্রথম ছাত্র সংসদ নির্বাচন হতে যাচ্ছে। এটি ইতিবাচক পরিবেশ তৈরি করবে। তবে ঘোষিত তফসিল অনুযায়ী ২২ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। কারণ ওই সময়ে বিশ্ববিদ্যালয়ে শীতকালীন ছুটি থাকে।”

ঢাকা/লিমন/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়