ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘বিএনপি জয়ী হলে জাতির জন্য ক্ষতিকর’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১১, ২৯ জানুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘বিএনপি জয়ী হলে জাতির জন্য ক্ষতিকর’

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থী বিজয়ী হলে তা জাতির জন্য ক্ষতিকর হবে বলে মনে করেন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলীয় জোটের এক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন তারা।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জোটের সমন্বয়ক মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে এ সময় শরিক দলের নেতারা উপস্থিতি ছিলেন।

বৈঠকে উপস্থিত থাকা জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের (আম্বিয়া) স্থায়ী কমিটির সদস্য আনোয়ারুল ইসলাম বাবু জানান, বৈঠকে মুজিব বর্ষে জোটের কর্মকাণ্ডের প্রস্তুতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জোট নেতারা ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-জামায়াতের প্রার্থীদের বর্জন করতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

নেতারা বলেছেন, যারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মানেন না, ৩০ লক্ষ শহীদকে মানে না, তাদের প্রতিনিধি আগামী নির্বাচনে জয়ী হওয়া মানে জাতির জন্য অপূরণীয় ক্ষতি। সুতরাং ১ ফেব্রুয়ারি নৌকার পক্ষে তাদের রায় দেয়ার আহ্বান জানান ১৪ দলীয় জোটের নেতারা।

এছাড়াও বৈঠকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ১৪ দলীয় জোটের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে লিখিত দাবি জানানোর সিদ্ধান্ত হয়। বৈঠকে নেতারা বলেন, ‘বিভিন্ন সূত্র থেকে খবর আসছে ভোটের দিন পরিবেশ অস্থিতিশীল করতে ঢাকার বাইরে থেকে সন্ত্রাসী ও গুণ্ডাবাহিনী জড়ো করছে বিএনপি। এই বিষয়ে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নিতেই ইসির সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত নেয় ১৪ দলীয় জোট।’

এর অংশ হিসেবে বিকেল ৩টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের কার্যালয়ে যান ১৪ দলীয় জোটের একটি প্রতিনিধি দল। নয় সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিইসি, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম ও বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহদাত হোসেন চৌধুরী উপস্থিত আছেন। এছাড়া ইসি সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত আছেন।


ঢাকা/পারভেজ/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়