ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কেন্দ্রে এজেন্ট নেই, ইশরাকের দৌড়ঝাঁপ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:২০, ১ ফেব্রুয়ারি ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কেন্দ্রে এজেন্ট নেই, ইশরাকের দৌড়ঝাঁপ

কেন্দ্রে ধানের শীষের এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না বা যারা ঢুকেছিলেন তাদেরও বের করে দেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে কেন্দ্রে কেন্দ্রে ঘুরছেন বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার সকাল পৌনে ১০টায় প্রথমে সেন্ট্রাল উইমেন্স কলেজ কেন্দ্রে ঢোকেন বিএনপির ইশরাক হোসেন। কলেজটির দুইতলা ভবনের আট বু্থে দেখেন এক বুথ ছাড়া অন্য কোথাও তার কোনো এজেন্ট নাই।

সেখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা আবেদও বিষয়টি স্বীকার করে জানান, যাদের বের করা হয়েছিলো তাদের আবার আনা হয়েছে।

এরপর একে একে বুথে ঢুকে ইশরাক জানতে চান ধানের শীষের এজেন্ট আছে কিনা। কিন্তু মাত্র একটি ছাড়া বাকি সাত বুথে তিনি এজেন্টদের পাননি।

পরে প্রিজাইডিং অফিসার মিজানুর রহমানের কাছে জানতে চান কেন এজেন্টদের বের করে দেয়া হয়েছে? তিনিও বিষয়টি স্বীকার করে বলেছেন, এজেন্ট বের করার পর বিষয়টি ঊর্ধবতন কর্মকর্তাদের জানিয়েছি।'

এসময় পাশে থাকা এক এজেন্ট ইশারককে বলেন, ‘কয়েকজন যুবক এসে আমাদের বের হয়ে যেতে বলেছে। পরে বের হয়ে গেছি।'

তখন তাৎক্ষণিক পুলিশ কর্মকর্তা ওই এজেন্টকে বুথে বসিয়ে দেন।

পরে কামরুন্নেসা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে বেশ কয়েকটি বুথে তিনি এজেন্ট পাননি।

সকাল সাড়ে ১০টার দিকে ইশরাক স্বামীবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখেন তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটারদেরও কেন্দ্রে যেতে বাধা দিচ্ছিল একদল দুর্বৃত্ত। এ নিয়ে সেখানে সংঘর্ষও বাধে। পরে ঘটনাস্থলে পৌঁছে ভোটেরদের কেন্দ্রে প্রবেশে সহযোগিতা করেন ইশরাক।

এসময় তিনি অভিযোগ করে বলেন, ‘আমরা আশঙ্কা করেছিলাম সকাল ১০টার মধ্যে সরকারি দলের লোকজন ঝামেলা করবে। তাই হচ্ছে।’

 

ঢাকা/সাওন/নূর/বুলাকী

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়