ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাস্তার পাশে কলাপাতায় মোড়ানো ফুটফুটে নবজাতক

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ১৮ অক্টোবর ২০২১  
রাস্তার পাশে কলাপাতায় মোড়ানো ফুটফুটে নবজাতক

রাত ১২টার পর রাস্তার পাশে হঠাৎ নবজাতকের কান্নার শব্দ। আশেপাশের মানুষের কানে সেই কান্নার শব্দ পৌঁছাতেই তারা ছুটে এসে দেখতে পান কলাপাতায় মোড়ানো এক ফুটফুটে নবজাতক। 

পরে নবজাতকটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে। সেখানে বর্তমানে নবজাতকটি সুস্থ রয়েছে।

সোমবার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপপরিচালক ডা. মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, রোববার (১৭ অক্টোবর) রাত ১২টার পর নবজাতকটিকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। নবজাতকের শরীরে ময়লা লে‌গে ছিল। হাসপাতা‌লের নবজাতক ওয়ার্ডের ইনটেন‌সিভ কেয়ার ইউনিটে তার পরিচর্যা দেওয়া হ‌চ্ছে। নবজাতকটি এখন সুস্থ আছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সি‌দ্দিক জানান, রাতে কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউ‌নিয়‌নের বড়খাপন এলাকা থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ভর্তি করে পু‌লিশ ও প্রশাসনের তত্ত্বাবধা‌নে শিশু‌টিকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। তবে কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে গিয়েছে, তা এখনই বলা সম্ভব নয়। এ ব্যাপারে তদন্ত চলছে।

রুমন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়