ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

প্রণোদনার ঋণ দ্রুত ছাড়সহ ব্যাংকগুলোর প্রতি ৪ দফা নির্দেশনা

অর্থনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫২, ১৮ জুন ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
প্রণোদনার ঋণ দ্রুত ছাড়সহ ব্যাংকগুলোর প্রতি ৪ দফা নির্দেশনা

প্রণোদনার ঋণ দ্রুত ছাড়সহ ব্যাংকগুলোর প্রতি ৪ দফা নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (১৮ জুন)  বাংলাদেশ ব্যাংক এই নির্দেশনা দেয়।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও  নীতি বিভাগ (বিআরপিডি) শাখার মহাব্যবস্থাপক মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, করোনা মোকাবিলায় ও অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পর্যন্ত ১ লাখ ৩ হাজার ১১৭ কোটি টাকার আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে সরকার।

উল্লিখিত প্রণোদনা বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের জারি করা ৪ নির্দেশনা হলো—(১) ক্ষতিগ্রস্ত ঋণ/বিনিয়োগ গ্রহীতার আবেদন কম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে দ্রুত বিতরণের ব্যবস্থা করতে হবে।  (২) আবেদনকারীদের সহায়তার লক্ষ্যে প্রতিটি শাখায় একটি স্বতন্ত্র ‘হেল্প ডেস্ক গঠন করতে হবে। সহজে দেখা যায়, এমন জায়গায় প্রণোদনা প্যাকেজ সংক্রান্ত তথ্য রাখতে হবে। (৩) প্রণোদনা প্যাকেজগুলো সার্বিক মনিটরিং কার্যক্রম ব্যাংকের প্রধান নির্বাহীর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে। (৪) অর্থনীতির চাকা সচল রাখতে ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা অগ্রগণ্য ও অনস্বীকার্য বলে বিবেচিত হবে।


শাহ আলম খান/এনই

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়