ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

ইউনিলিভারের দরপতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১১, ১ মার্চ ২০২১  
ইউনিলিভারের দরপতন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১ মার্চ) ইউনিলিভারের দরপতন হয়েছে। কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানির শেয়ার সর্বশেষ ২ হাজার ৮৯৫ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। মোট ৩ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে অরামিট সিমেন্ট। কোম্পানিটির শেয়ার আগের দিনের চেয়ে ৪ দশমিক ১০ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সায় বেচাকেনা এবং মোট ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড দরপতনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৩ দশমিক ৫৭ শতাংশ বেড়েছে। প্রতি ইউনিট সর্বশেষ ৫ টাকা ৪০ পয়সায় বেচাকেনা হয়েছে।

ডিএসইতে দর পতনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন ইন্স্যুরেন্স, সানলাইফ ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, অগ্রণী ইন্স্যুরেন্স ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড।
 

ঢাকা/এনএফ/এসএন  

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়