ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুটিরশিল্পের কারিগররাই হেলিকপ্টার বানাবে

ইভা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:০৫, ২৫ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কুটিরশিল্পের কারিগররাই হেলিকপ্টার বানাবে

কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ

অর্থনৈতিক প্রতিবেদক
ঢাকা, ২৫ ফেব্রুয়ারি : সুযোগ পেলে আমাদের ক্ষুদ্র ও কুটিরশিল্পের কারিগররা হেলিকপ্টার বানাতে পারবে বলে অভিমত ব্যক্ত করেছেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্‌মদ।

মঙ্গলবার রাজধানীর হোটেল রূপসী বাংলায় বিসিকের ‘অতীত, বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক দিনব্যাপী গোলটেবিল বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী আকরাম বলেন, ‘আমাদের কৃষি খাতে বিপ্লব ঘটেছে। ক্ষুদ্র ও কুটিরশিল্পেও এ ধরনের বিপ্লব ঘটানো সম্ভব। রাজনৈতিক অস্থিরতায় গার্মেন্টস শিল্পগুলো নানা ধরনের প্রণোদনা পায়। কিন্তু আমার জানামতে আজ পর্যন্ত কোনো ক্ষুদ্র ও কুটিরশিল্পের মালিক কোনো ধরনের প্রণোদনা পায়নি।’

তিনি বলেন, ক্ষুদ্র ও কুটিরশিল্পে ৩৫ লাখ লোক কাজ করে। গার্মেন্টস সেক্টর থেকে রপ্তানির মাধ্যমে যে সফলতা এসেছে, ক্ষুদ্র শিল্পের মাধ্যমেও সেই ধরনের সফলতা আনা সম্ভব। ১৬ কোটি মানুষের ৩২ কোটি হাত। আমাদের দেশের উন্নয়নে এই হাতগুলো কাজে লাগাতে হবে। আর তা শুধু ঢাকাতে বসেই নয়। কাজ করতে গ্রামগঞ্জে যেতে হবে।

পিলখানায় ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ বছরের জন্য প্রতি মাসে ৪০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে বলে জানান কাজী আকরাম।

শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা কমিশনের সদস্য (কৃষি) উজ্জ্বল বিকাশ দত্ত, বিসিকের চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, অর্থনীতি ও পরিকল্পনাবিদ, ব্যাংকার ও উদ্যোক্তাগণ।


রাইজিংবিডি / ইভা / দিলারা / আবু মো.

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়