ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বর্ধিত লকডাউনে খোলা থাকবে শেয়ারবাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৯, ২০ এপ্রিল ২০২১  
বর্ধিত লকডাউনে খোলা থাকবে শেয়ারবাজার

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়ে অর্থাৎ ২১ থেকে ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বর্ধিত করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এ পরিস্থিতিতে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে বলে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক।  এরই আলোকেই ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে দেশের শেয়ারবাজার খোলা থাকবে বলে জানিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

মঙ্গলবার (২০ এপ্রিল) শেয়ারবাজারের নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, লকডাউনে ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে নির্দেশ দিয়েছে সরকার।  তাই বিনিয়োগকারীদের স্বার্থে ব্যাংকিং কার্যক্রমের সঙ্গে সঙ্গতি রেখে শেয়ারবাজারের লেনদেন চালু থাকবে।  বর্তমানে যে নিয়ম লেনদেন চলছে, ঠিক সে নিয়মেই বর্ধিত লকডাউনেও শেয়ারবাজারে লেনদেন চলবে। অর্থাৎ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লেনদেন হবে।

এনটি/এসবি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ