Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ০৯ মে ২০২১ ||  বৈশাখ ২৬ ১৪২৮ ||  ২৬ রমজান ১৪৪২

৪ কোম্পানির পর্ষদ সভা ২৯ এপ্রিল

জ্যেষ্ঠ প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২২ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৩২, ২২ এপ্রিল ২০২১
৪ কোম্পানির পর্ষদ সভা ২৯ এপ্রিল

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো, বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, বেক্সিমকো সিনথেটিকস ও শাইনপুকুর সিরামিকসের তৃতীয় প্রান্তিক প্রতিবেদন সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানি ৪টির পরিচালনা পর্ষদ সভা আগামী ২৯ এপ্রিল (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ওই দিন বেক্সিমকোর বেলা ৩টায়, বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের দুপুর আড়াইটায়, বেক্সিমকো সিনথেটিকসের বিকেল ৪টায় ও শাইনপুকুর সিরামিকসের বেলা সাড়ে ৩টায় পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।

এছাড়া কোম্পানি ৪টির সভায় ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের তৃতীয় প্রান্তিক বা নয় মাসের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পরবর্তীতে আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে পরিচালনা পর্ষদের সম্মতিতে তা প্রকাশ করা হবে।

ঢাকা/এনটি/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়