ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

সাধারণ মানুষের বাজেট ভাবনা

আবু বকর ইয়ামিন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৫, ৪ জুন ২০২১   আপডেট: ১৯:০৯, ৪ জুন ২০২১
সাধারণ মানুষের বাজেট ভাবনা

জাতীয় সংসদে বৃহস্পতিবার (৩ জুন) ২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বাজেটে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সাধারণ মানুষজন।

রাজধানীর মিরপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম বলেন, ‘আমি বাজেট তেমন বুঝি না। দেশের মানুষ যাতে শান্তিপূর্ণভাবে তিন বেলা খেয়ে-পরে বেঁচে থাকতে পারে, আমি সেটাই কামনা করি।’

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপ করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। করোনাকালে অর্থ সঙ্কটে পড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অস্তিত্ব রক্ষার লড়াই করছে। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা, ক্যাম্পাস ভাড়া অনেক ক্ষেত্রেই অনিশ্চিত হয়ে পড়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর একমাত্র আয়ের উৎস শিক্ষার্থীদের দেওয়া টিউশন ফি। এ খাতে ১৫ শতাংশ কর আরোপ দুঃখজনক।’

আবদুল আহাদ নামের এক ব‌্যক্তি বলেন, ‘সরকার মূলত বাজেট করে থাকে করের ওপর ভিত্তি করে। কিন্তু ব্যবসায়ীরা বিভিন্ন খাতে কর মওকুফের কথা বলেন। সরকার বিভিন্ন ক্ষেত্রে কর মওকুফ করে। এর প্রভাব বাজেটে গিয়ে পড়ে। বিষয়টি সরকারকে মাথায় রাখতে হবে।’

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হুমায়ুন আহমেদ বলেন, ‘চাকরি চলে যাবে, এমন আতঙ্ক সব সময় থাকে। বেসরকারি চাকরিজীবীদের গুরুত্ব দিয়ে তো কোনো বাজেট করা হয় না। সেখানে আমাদের চাওয়ার কী থাকে আর?’

জসিম উদ্দিন নামের আরেক ব‌্যক্তি বলেন, ‘বাজেটে বিভিন্ন প্রকল্পে টাকা বরাদ্দ দেওয়া হয়। দেশে অনেক প্রজেক্ট আছে, আমলাতান্ত্রিক জটিলতায় প্রকল্পগুলো বাস্তবায়ন হয় না। টাকা কামাইতে না পেরে অনেক দায়িত্বশীল লোক এসব প্রজেক্ট স্থগিত করে রাখেন দিনের পর দিন। এসব কারণে প্রতি অর্থবছরে বাজেট সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে না সরকার। এ বিষয়টি মাথায় রাখতে হবে।’

ইয়ামিন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়