ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

দাম বাড়ার শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৪, ১২ জুলাই ২০২১  
দাম বাড়ার শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার (১২ জুলাই) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার ও ইউনিটের দাম সবচেয়ে বেশি বেড়েছে। বিনিয়োগকারীদের অগ্রহ বেশি থাকায় এ কোম্পানির শেয়ার ডিএসইর দাম বাড়ার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার লেনদেন শেষে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৬ টাকা। সোমবার লেনদেন শেষে কোম্পানি শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায়  ৮৬.৫০ টাকায়। ফলে, কোম্পানির শেয়ারের দর ৭০.৫০ টাকা বা ৪৪০ শতাংশ বেড়েছে।

ডিএসইতে দাম বাড়ার তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.৯৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৯.৮৫ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ডের ৯.৭৩ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৯.৬৯ শতাংশ, সমতা লেদারের ৯.৬৬ শতাংশ, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ৯.৫৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৯.৪০ শতাংশ, এসিআই ফর্মুলেশনের ৮.৯৪ শতাংশ এবং আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৮.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ঢাকা/এনটি/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়