ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ডিএসই’র সূচকে রেকর্ড, সিএসইতে পতন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০১, ২৯ সেপ্টেম্বর ২০২১  
ডিএসই’র সূচকে রেকর্ড, সিএসইতে পতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ সেপ্টেম্বর) সূচক বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বুধবার ডিএসই’র প্রধান ডিএসইএক্স সূচক ৫.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩০২.৮৫ পয়েন্টে। ফলে ডিএসইএক্স সূচক সর্বোচ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর ডিএসইএক্স সূচক ৭ হাজার ২৯৭.২৪ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

একইভাবে ডিএসই-৩০ সূচক ৫.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৯৬.৮৭ পয়েন্টে। ফলে সূচকটিও সর্বোচ অবস্থানে পৌঁছে নতুন রেকর্ড গড়েছে। এর আগে ২৯ সেপ্টেম্বর ডিএস-৩০ সূচক ২ হাজার ৬৯১.৮২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

এদিকে, ডিএসইএস সূচক ১.৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮৩.৬৫ পয়েন্টে।

দিন শেষে ডিএসইতে ৩৭৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ২২৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির। ডিএসইতে এদিন ২ হাজার ২৬৯ কোটি ৫ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৩৮ কোটি টাকার বেশি।

এদিকে, বুধবার অপর শেয়ারবাজার সিএসইর প্রধান সিএসইএক্স সূচক ৭.৪৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৭৯৮.২২ পয়েন্টে। এর আগে ২৯ সেপ্টেম্বর সিএসইএক্স সূচক ১২ হাজার ৮০৭.২২ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড গড়েছিলো।

আর সার্বিক সিএএসপিআই সূচক ১৫.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ৩১৯.১৭ পয়েন্টে। এছাড়া, সিএসআই সূচক ০.৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.৯৮ পয়েন্টে।

এদিন, সিএসইতে ৩১৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। দিন শেষে সিএসইতে ৯১ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২৪ কোটি টাকা বেশি।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়