ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

আল মদিনা ফার্মাসিউটিক্যালসের কিউআইও অনুমোদন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৮, ১ ফেব্রুয়ারি ২০২৩  
আল মদিনা ফার্মাসিউটিক্যালসের কিউআইও অনুমোদন

শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য আল মদিনা ফার্মাসিউটিক্যালসের কোয়ালিফাইড ইনভেস্টর অফার (কিউআইও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসএমই খাতে দীর্ঘমেয়াদী অর্থায়নের  সুযোগ সৃষ্টির লক্ষ্যে কোম্পানিটিকে ৫ কোটি টাকা উত্তোলনের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে কমিশন।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিএসইসির ৮৫৪তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়।  

জানা গেছে,বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ) রুলস,২০২২ অনুযায়ী আল-মদিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।

পুঁজি উত্তোলন করে কোম্পানিটি বিদ্যমান ব্যবসা প্রসারিতকরণ, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ১ জুলাই হতে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের আর্থিক বিবরণী অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৩০ টাকা এবং শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (এনএভি) পুনঃমূল্যায়ন সহ ২১.৬৫ টাকা এবং পুনঃমূল্যায়ন ছাড়া ১২.৬৩ টাকা।

এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ হতে পরবর্তী  ৩ বছর ইস্যুয়ার কোম্পানি কোন বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেড।

এনএফ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়