ঢাকা     শুক্রবার   ৩১ মার্চ ২০২৩ ||  চৈত্র ১৮ ১৪২৯

ইনসাফ বারাকাহ হাসপাতাল ও অভিনয়শিল্পী সংঘের সমঝোতা স্বাক্ষর

প্রেস বিজ্ঞপ্তি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ৭ ফেব্রুয়ারি ২০২৩  
ইনসাফ বারাকাহ হাসপাতাল ও অভিনয়শিল্পী সংঘের সমঝোতা স্বাক্ষর

অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ সাথে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের মধ্যে (স্বাস্থ্যসেবা) সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর নিকেতনে চুক্তি স্বাক্ষর করেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেনের পক্ষে জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স) মো. মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান এবং অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ-এর সভাপতি আহসান হাবিব নাসিম, সাধারণ সম্পাদক রওনক হাসান, আইন এবং কল্যাণ বিষয়ক সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর। 

এসময় অভিনয়শিল্পী সংঘের প্রচার সম্পাদক প্রাণ রায়, অর্থ সম্পাদক নূরে আলম নয়ন, কার্যনির্বাহী সদস্য হিমি হাফিজ, সূচনা সিকদার, অভিনেতা গোলাম কিবরিয়া তানভীর, ওয়াহিদ ইকবাল মার্শাল, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া) এইচ এম দুলাল, সিনিয়র এক্সিকিউটিভ (কর্পোরেট) মো. হিরো মিয়া উপস্থিত ছিলেন। 

এই চুক্তির মাধ্যমে অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ সদস্য ও তাদের পরিবারবর্গ ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের বিভিন্ন স্বাস্থ্যসেবায় ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।

ঢাকা/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়