ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ালটন হাই-টেক পার্কে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৫, ১১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:২৭, ১১ ডিসেম্বর ২০২৪
ওয়ালটন হাই-টেক পার্কে অগ্নি নিরাপত্তা বিষয়ে প্রশিক্ষণ 

ওয়ালটন হাই-টেক পার্কে অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক পার্কে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী অগ্নি নিরাপত্তা ব্যবস্থাপনাবিষয়ক প্রশিক্ষণ। 

গত ৯ ও ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখে প্রতিষ্ঠানের এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেইফটি (ইএইচএস) বিভাগের ফায়ার সেইফটি ম্যানেজমেন্ট সেকশনের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

এতে প্রধান প্রশিক্ষক হিসেবে ছিলেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কালিয়াকৈরের স্টেশন অফিসার মো. ইফতেখার হোসেন রায়হান চৌধুরী। এছাড়া, কালিয়াকৈর ফায়ার স্টেশনের অন্যান্য প্রশিক্ষকবৃন্দ আলোচনা ও সহযোগিতা করেছেন। 

কর্মক্ষেত্রে অগ্নি নিরাপত্তার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে যেমন আগুনের ঝুঁকি হ্রাস করা, নিরাপত্তা ব্যবস্থার উন্নতি, সম্পদ রক্ষা, প্রবিধান মেনে চলা, নিরাপত্তার সংস্কৃতি গড়ে তোলা, কর্মীদের মনোবল উন্নত করা ইত্যাদি আলোকপাত করা হয়। সেইসঙ্গে উপস্থিত প্রশিক্ষণার্থীদের অগ্নিকাণ্ড ঘটলে তা মোকাবিলা করার জন্য অগ্নি নির্বাপন, জরুরি উদ্ধার এবং প্রাথমিক চিকিৎসার বিষয়ে ব্যবহারিক প্রশিক্ষণ ও প্রয়োগ শেখানো হয়।

শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে, কুয়াশাও থাকে। তারপরও আগুন লাগার ঘটনা বেশি ঘটে শীতেই। এ বিষয়ে ফায়ার সার্ভিস এবং বিশেষজ্ঞরা বলছেন- শীতের ঠান্ডা বা কুয়াশা আগুন ঠেকাতে বিশেষ ভূমিকা রাখে না। উল্টো শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগলে তা দ্রুত ছড়ায়। বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স-এর পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর থেকে মার্চ- এই চার মাসে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যায়। তাই ওয়ালটন প্রতিনিয়ত সব সদস্যদের অগ্নি নিরাপত্তা বিষয়ে আপডেট রাখতে প্রস্তুত। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকৃত সব পরীক্ষা ও গ্রুপ টাস্কে উত্তীর্ণ প্রশিক্ষাণার্থীদের মাঝে সনদপত্র দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ক হিসেবে ছিলেন ওয়ালটন ইএইচএস বিভাগের ফায়ার সেফটি ম্যানেজমেন্ট সেকশনের ইনচার্জ ইঞ্জিনিয়ার মো. ইশাদুল ইসলাম।

ঢাকা/পলাশ/ইভা

সর্বশেষ

পাঠকপ্রিয়