ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাজেট সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী: দেবপ্রিয়

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৫, ১৮ জুন ২০২৫   আপডেট: ১৮:৫৭, ১৮ জুন ২০২৫
বাজেট সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী: দেবপ্রিয়

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

প্রস্তাবিত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট সংস্কারবিমুখ ও সাম্যবিরোধী বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

বুধবার (১৮ জুন) রাজধানীর গুলশানে লেকশোর হোটেলে সিটিজেন প্ল্যাটফর্ম ফর এসডিজি আয়োজিত ‘জাতীয় বাজেট ২০২৫-২০২৬ অবহেলিতরা কী পেয়েছে’ শীর্ষক সংলাপে তিনি এ মন্তব্য করেন।

দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, এ বাজেটে ভুল-ভ্রান্তি আছে। এ বাজেট সংস্কারবিমুখ। বাজেটের ভেতর দিয়ে সংস্কারের ধারণা-চেতনা আমরা সামনে এনেছিলাম। এ সরকার নিজে আমাদের দিয়ে যে কাজগুলো করিয়েছিল, সেগুলোর প্রতি তারা বিশ্বস্ত থাকেনি। এ বাজেট সাম্যবিরোধী হয়েছে।”

তিনি বলেন, “এটি অত্যন্ত বড় প্রত্যাশার বাজেট ছিল। একটি বড় ধরনের রাজনৈতিক অভ্যুত্থানের ভেতর দিয়ে সরকার এসেছে। বৈষম্যবিরোধী চেতনার ভেতর দিয়ে সরকার গঠন করা হয়েছে। গতানুগতিক বাজেট থেকে ভিন্ন কিছু হবে, এরকম প্রত্যাশা ছিল। এর বিপরীতে বলা যায়, এটা অনেক ক্ষেত্রেই হতাশার বাজেটে পরিণত হয়েছে। প্রত্যাশার সাথে সাথে হতাশা এসেছে। কারণ, আমাদের আকাঙ্ক্ষা ভিন্ন ছিল। আমরা দেখেছি, অনেক ক্ষেত্রেই বাজেট গতানুগতিক হয়েছে।”

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, “অন্তর্বর্তী সরকার অস্থায়ী একটা সরকার। এর কাছ থেকে খুব বেশি কিছু আশা করা ঠিক নয়। কিন্তু, যেহেতু গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে, সেজন্য কিছু পরিবর্তনের সূচনা এ সরকারের মাধ্যমে হবে, এটাই প্রত্যাশা ছিল। সেটার একটা প্রতিফলন আমরা বাজেটে আশা করেছিলাম।”

সিপিডির সম্মানীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, “প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা সংকুচিত করা হয়েছে। ফলে, একদিকে সংশ্লিষ্ট বছরের জন্য বাজেটকে ক্ষতিগ্রস্ত করবে, পাশাপাশি আগামী বছরের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।”

আইসিএমএবির সভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বলেছেন, “ক্যাপিটাল মার্কেট একেবারে শেষ হয়ে গেছে। সরকার বাজেটে ক্যাপিটাল মার্কেটের জন্য কিছু করেনি।”

ঢাকা/হাসনাত/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়