সবজিতে স্বস্তি
অধিকাংশ সবজির দাম প্রতি কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে (ছবি: রায়হান হোসেন)
সরবরাহ ভালো থাকায় কয়েক সপ্তাহের তুলনায় কমেছে সবজির দাম। ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, অধিকাংশ সবজির দাম ৫ থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। এতে স্বস্তি অনুভব করছেন সাধারণ ক্রেতারা।
শুক্রবার (২৫ জুলাই) রাজধানীর নিউ মার্কেট ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলোতে ঘুরে বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত সপ্তাহে যে কাঁচামরিচ বিক্রি হয়েছে ২৫০ টাকায়, এ সপ্তাহে তা বিক্রি হচ্ছে ২০০ টাকায়। সে হিসেবে কাঁচামরিচের দাম ৫০ টাকা কমেছে। গত সপ্তাহে দেশি শশা বিক্রি হয়েছে ১০০ টাকায়, এ সপ্তাহে একই শশা বিক্রি হচ্ছে ৭০ টাকা কেজি দরে। সে হিসেবে শশার দাম কমেছে ৩০ টাকা।
এখন বাজারে প্রতি কেজি বেগুন মানভেদে ৭০ থেকে ৮০ টাকা, করলা ৭০ টাকা, দেশি গাজর ১২০ টাকা, টমেটো ১২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৭০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, পটল ৪০ টাকা, কাকরোল ৬০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা এবং প্রতি পিস লাউ ৫০ টাকা ও জালি কুমড়া ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মুদি বাজারে চালসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল আছে। প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২৫ থেকে ৩০ টাকায়। দেশি পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকা, রসুন ১৮০ থেকে ২০০ টাকা, দেশি আদা ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজারে মাছের সরবরাহ ভালো থাকলেও দাম কমেনি। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও মাছের দামি বাড়তি আছে। বাজারে এখন মাঝারি সাইজের চাষের রুই মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে থেকে ৩২০ টাকায়। চাষের পাঙাসের কেজি ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকা, মাঝারি আকারের কৈ ২৩০ থেকে ২৫০ টাকা, দেশি শিং ৬০০ থেকে ৬৫০ টাকা, বড় সাইজের পাবদা ৫০০ থেকে ৬০০ টাকা, চিংড়ি ৭৫০ থেকে ৮০০ টাকা, দেশি পাঁচমিশালি ছোট মাছ ৫৫০ থেকে ৬০০ টাকা, এক কেজির বেশি ওজনের ইলিশ মাছ ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
এ সপ্তাহে প্রতি কেজি ব্রয়লার মুরগির বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। সোনালি মুরগি ৩০০ থেকে ৩৫০ টাকা, গরুর মাংস ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বাজারে ফার্মের মুরগির ডিমের ডজন ১১৫ থেকে ১২০ টাকা।
রায়েরবাজারে কেনাকাটা করতে আসা শফিক আহমেদ রাইজিংবিডি ডটকমকে বলেছেন, এ সপ্তাহে কাঁচামরিচের দাম কমেছে। গত সপ্তাহে তো ২৫০ টাকায় কাঁচামরিচ কিনেছিলাম, এ সপ্তাহে ২০০ টাকা রেখেছে। অন্যান্য সবজির দামও কিছুটা কমেছে গত সপ্তাহের তুলনায়। কিন্তু, মাছ ও মাংসের দাম আমাদের মতো নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে। তাই, আজকে ডিম নিয়ে যাচ্ছি।
রাজধানীর নিউমার্কেট সবজি বিক্রেতা রইচ মোল্লা এ প্রতিবেদককে বলেন, এ সপ্তাহে সরবরাহ অনেক ভালো। গত কয়েক সপ্তাহে বৃষ্টির কারণে সবজির সরবরাহ কম ছিল। এখন বৃষ্টি কমে যাওয়ায় সরবরাহ বেড়েছে। গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম গড়ে ৫ থেকে ১০ টাকা কমেছে। আশা করি, আগামী সপ্তাহে কাঁচামরিচের দাম আরো কমবে।
ঢাকা/রায়হান/রফিক