ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৪ আগস্ট ২০২৫   আপডেট: ১৬:০৫, ৪ আগস্ট ২০২৫
৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার

‎‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়।

আরো পড়ুন:

আরো বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে। পাশাপাশি পুঁজিবাজার, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।‎

‎স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সকলেই অবগতির জন্য জানানো হচ্ছে যে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বন্ধ থাকবে। এ বিষয়ে গত ২ জুলাই, ২০২৫ জারি করা মন্ত্রিসভা বিভাগের বিজ্ঞপ্তি মেনে চলা হবে। ফলে আগামীকাল মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের লেনদেন হবে না।

‎এদিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রমও বন্ধ থাকবে। তবে, বুধবার (৬ আগস্ট) থেকে যথারীতি উভয় পুঁজিবাজারে লেনদেন চলবে।

‎ঢাকা/এনটি/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়