৫ আগস্ট বন্ধ থাকবে পুঁজিবাজার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৫ আগস্ট) দেশের উভয় পুঁজিবাজার বন্ধ থাকবে। সোমবার (৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, গত ২ জুলাই সরকার এক প্রজ্ঞাপনে ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে ঘোষণা করে এবং এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানানো হয়।
আরো বলা হয়, বেসরকারি প্রতিষ্ঠান নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ছুটি ঘোষণা করতে পারে। পাশাপাশি পুঁজিবাজার, ব্যাংক-বিমা ও আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।
স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট সকলেই অবগতির জন্য জানানো হচ্ছে যে, ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অফিস মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বন্ধ থাকবে। এ বিষয়ে গত ২ জুলাই, ২০২৫ জারি করা মন্ত্রিসভা বিভাগের বিজ্ঞপ্তি মেনে চলা হবে। ফলে আগামীকাল মঙ্গলবার স্টক এক্সচেঞ্জে কোনো ধরনের লেনদেন হবে না।
এদিন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কার্যক্রমও বন্ধ থাকবে। তবে, বুধবার (৬ আগস্ট) থেকে যথারীতি উভয় পুঁজিবাজারে লেনদেন চলবে।
ঢাকা/এনটি/রাজীব