‘টাকা পে’ এর নামে ভুয়া ওয়েবসাইট, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ফটো
দেশে কার্ডভিত্তিক লেনদেনে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ব্যয় সাশ্রয়ী করা ও বৈদেশিক মুদ্রার ব্যয় হ্রাসের জন্য বাংলাদেশ ব্যাংক জাতীয় কার্ড স্কিম ‘টাকা পে’ পরিচালনা করছে।
তবে জাতীয় কার্ড স্কিম ‘টাকা পে’ এর নামে একটি ভুয়া ওয়েবসাইট দেখা গেছে। এ ভুয়া ওয়েবসাইটটির বিষয়ে জনসাধারণকে সতর্ক হতে বলেছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (৪ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ইতোমধ্যে ১৫টি তফসিলি ব্যাংক তাদের গ্রাহকদের ‘টাকা পে’ ডেবিট কার্ড প্রদান করছে। সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, জাতীয় কার্ড স্কিম- টাকা পে এর নামে একটি ভুয়া ওয়েবসাইট (https://takapaycard.com) এর মাধ্যমে জনসাধারণের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি সংবেদনশীল ও গোপনীয় তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ভুয়া ওয়েবসাইটে তথ্য প্রদানের মাধ্যমে জনসাধারণ আর্থিক ক্ষতিসহ নানাবিধ হয়রানির শিকার হতে পারেন।
জাতীয় কার্ড স্কিম ‘টাকা পে’ এর জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে কোনো ধরনের ওয়েবসাইট ও অ্যাপ চালু করেনি। ওই ওয়েবসাইটে বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিবন্ধিত টাকা পে ও এরপিএসবি এর অনুরূপ লোগো বা ট্রেডমার্ক বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যবহার করা হয়েছে। ট্রেডমার্ক আইন, ২০০৯ এর ধারা ২৫(২) অনুযায়ি কোনো সেবা সম্পর্কিত ট্রেডমার্কের নিবন্ধিত স্বত্বাধিকারী ছাড়া অন্য কোনো ব্যক্তি, নিবন্ধিত স্বত্বাধিকারীর অনুমতি গ্রহণ ব্যতীত ব্যবহার করতে পারবেন না।
‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ এর ধারা ৪(২) অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন ব্যতীত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানি বাংলাদেশ ব্যাংক থেকে নিবন্ধন গ্রহণ ছাড়া কোনো পরিশোধ ব্যবস্থা পরিচালনা বা পরিশোধ সেবা প্রদান করতে পারবে না।
এছাড়া, ধারা ১৫(২) অনুযায়ি বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন গ্রহণ ছাড়া জনসাধারণের কাছ থেকে যেকোনো ধরনের বিনিয়োগ গ্রহণ, ঋণ প্রদান, অর্থ সংরক্ষণ বা আর্থিক লেনদেন উদ্ভব হয়- এমন কোনো অনলাইন বা অফলাইন প্লাটফর্ম পরিচালনা করতে পারবে না। এ ধরনের কার্যক্রম আইনের ধারা ৩৭(৩) অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।
‘টাকা পে’এর নামে পরিচালিত ভুয়া ওয়েবসাইটে (https://takapaycard.com) তথ্য প্রদানে বিরত থাকার জন্য জনসাধারণকে সতর্ক করছে কেন্দ্রীয় ব্যাংক।
ঢাকা/নাজমুল/মেহেদী