ওয়ালটন লিফটসহ অন্যান্য পণ্য উৎপাদন প্ল্যান্টস পরিদর্শন করলেন ডেভেলপাররা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ওয়ালটন হেডকোয়ার্টার্স পরিদর্শনে আসা বিভিন্ন ডেভেলপার কোম্পানির প্রতিনিধিরা।
গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক্স খাতে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন দেশের ৩০টি ডেভেলপার কোম্পানির প্রতিনিধিরা। উদ্দেশ্য, অত্যাধুনিক প্রযুক্তির বিভিন্ন ধরনের হাই-টেক পণ্যের উৎপাদন কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করা। সে সময় তারা লিফট, এসি, ফ্যান, লাইট, সুইচ সকেটস এবং ক্যাবলসসহ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন ও রপ্তানি কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা ও অভিজ্ঞতা লাভ করেন।
সম্প্রতি ডেভেলপার কোম্পানির প্রতিনিধিদলটি গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে পৌঁছালে তাদের স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইউসুফ আলী এবং লিফটের চিফ বিজনেস অফিসার (সিবিও) জেনান উল ইসলাম।
হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে পৌঁছে অতিথিরা প্রথমে ওয়ালটনের বিভিন্ন পণ্যের উৎপাদন প্রক্রিয়ার ওপর নির্মিত ভিডিও ডক্যুমেন্টারি উপভোগ করেন। এরপর তারা ওয়ালটনের তৈরি বিভিন্ন পণ্যে সুসজ্জিত ডিসপ্লে সেন্টার প্রত্যক্ষ করেন। পরে অতিথিরা দিনব্যাপী ওয়ালটনের সর্বাধুনিক প্রযুক্তির লিফট ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টসহ অন্যান্য পণের ম্যানুফ্যাকচারিং প্রসেস সরেজমিনে পরিদর্শন করেন।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ইনোভেরা হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান এ এইচ এম ইকবাল, টোকিও ডেভেলপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মুমতাজুল করিম, ইউনিয়ন ডেভেলপমেন্ট লিমিটেড এর প্রকিউরমেন্ট প্রধান মাশুক আহমেদ এবং জিসান প্রোপার্টিস লিমিটেড এর ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার সিরাজুল ইসলাম প্রমুখ।
ওয়ালটন হেডকোয়ার্টার্সে লিফট প্রোডাকশন প্ল্যান্ট পরিদর্শন করে অতিথিরা।
পরিদর্শন শেষে ইনোভেরা হোল্ডিংস লিমিটেড এর চেয়ারম্যান এ এইচ এম ইকবাল বলেন, “সশরীরে ওয়ালটনে না এলে আমরা বুঝতেই পারতাম না বাংলাদেশেও এত সুন্দর সাজানো গোছানো আর পরিপাটি কারখানা তৈরি হয়েছে। ওয়ালটনের প্রোডাকশন প্ল্যান্ট বিশাল ও পরিচ্ছন। ওয়ালটন কারখানায় লিফট, এসি, ফ্যান, লাইট, সুইচ-সকেটস এবং ক্যাবলস থেকে শুরু করে আন্তর্জাতিকমানের বিভিন্ন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, হাউজহোল্ড অ্যাপ্লায়েন্স উৎপাদিত হচ্ছে। শুধু তাই নয় ওয়ালটন প্রায় সব ধরনের পণ্য ও যন্ত্রাংশ নিজেরাই তৈরি করছে। নিজস্ব চাহিদা মেটানোর পাশাপাশি এসব পণ্যসামগ্রী বিদেশে রপ্তানি করে দেশের সুনাম অর্জন করছে। যা আমাদের দেশের গর্বের বিষয়।”
ঢাকা/মাহফুজ/সাইফ