ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৮৮০ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৯, ২৯ অক্টোবর ২০২৫   আপডেট: ২১:৪০, ২৯ অক্টোবর ২০২৫
১১ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৮৮০ অফিসার নিয়োগ দেবে বাংলাদেশ ব্যাংক

ফাইল ফটো

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয় দেশের ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে অফিসার (সাধারণ) পদে বড় পরিসরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এসব প্রতিষ্ঠানে মোট ১ হাজার ৮৮০ জন যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বরের পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

আরো পড়ুন:

বুধবার (২৯ অক্টোবর) এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়।

বিজ্ঞপ্তিতে অনুযায়ী, সোনালী ব্যাংকে ২২৬টি, রূপালী ব্যাংকে ৩০টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১৩৯টি, বেসিক ব্যাংকে ৫০টি , বাংলাদেশ কৃষি ব্যাংকে ১ হাজার ২৮৯টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে ৪৮টি, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনে ২০টি, কর্মসংস্থান ব্যাংকে আটটি, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে ৩৩টি, প্রবাসী কল্যান ব্যাংকে ২০টি এবং পল্লী সঞ্চয় ব্যাংকে ১৭টি পদে বিপরীতে যোগ্য প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।  

২০২৫ সালের ১ জুলাই তারিখে সাধারণ প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩০ বছর, আর মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধী কোটায় সর্বোচ্চ ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।

প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি বা চার বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলে অন্তত একটি প্রথম বিভাগ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।

বেতন ও সুবিধা: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০–৩৮,৬৪০ টাকা এবং অন্যান্য ভাতা ও সুবিধা প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: আবেদন করতে হবে শুধুমাত্র অনলাইনে বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট https://erecruitment.bb.org.bd লিংকে প্রবেশ করে আবেদন করতে হবে।

ঢাকা/নাজমুল/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়