ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সেরা কিস্তি ক্রেতাদের ঢাকা-কক্সবাজার এয়ার টিকেট জেতার সুযোগ দিচ্ছে ওয়ালটন প্লাজা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১০, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৮:১০, ১৮ নভেম্বর ২০২৫
সেরা কিস্তি ক্রেতাদের ঢাকা-কক্সবাজার এয়ার টিকেট জেতার সুযোগ দিচ্ছে ওয়ালটন প্লাজা

দেশের ইলেকট্রনিক্স পণ্যের বিক্রয় ও সেবাদানকারী শীর্ষ প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজার কিস্তি পরিশোধে গ্রাহকেরা পেতে পারেন ‘ঢাকা-কক্সবাজার-ঢাকা’ এয়ার টিকেট। চলমান ‘সেরা কিস্তি গ্রাহক’ ক্যাম্পেইনের আওতায় ওই সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

ক্যাম্পেইনের আওতায় ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ক্রয় করা পণ্যের মাসিক কিস্তি গ্রাহকরা সময়মত মোবাইল ফাইন্যান্স (বিকাশ, নগদ বা রকেট) ব্যবহার করে কিংবা সরাসরি ওয়ালটন প্লাজায় এসে পরিশোধ করলে ঢাকা-কক্সবাজার-ঢাকা কাপল এয়ার টিকিটসহ কক্সবাজারে বিলাসবহুল হোটেলে দুই রাত অবস্থানের সুযোগ পাবেন নির্বাচিত সেরা কিস্তি গ্রাহকরা। নভেম্বরের ১ তারিখ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে পুরো মাসজুড়ে।

আরো পড়ুন:

ওয়ালটন প্লাজার ম্যানেজিং ডিরেক্টর মো. রায়হান বলেন, “ক্রেতাদের মধ্যে মাসিক কিস্তির টাকা পরিশোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সচেতন গ্রাহকদের বিশেষ কিছু উপহার দিতে এ ক্যাম্পেইনেরন উদ্যোগ নেওয়া হয়েছে। মাসব্যাপী এই ক্যাম্পেইনে অসংখ্য ক্রেতাকে এই সুবিধা দেওয়া হবে। ওয়ালটন প্লাজার এই উদ্যোগ ক্রেতাদের বাড়তি আনন্দ ও বিনোদন দেবে বলে আমার বিশ্বাস।”

ওয়ালটন প্লাজার ব্র্যান্ড ম্যানেজার ওয়াহিদুজ্জামান বলেন, “ক্যাম্পেইনের মাধ্যমে নির্বাচিত সেরা কিস্তি গ্রাহকরা কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট-এ বিলাসবহুল সময় কাটাতে পারবেন।”
ক্যাম্পেইনের ট্রাভেল পার্টনার নভোয়োর, হসপিটালিটি পার্টনার ওশান প্যারাডাইস হোটেল এবং মিডিয়া পার্টনার রাইজিংবিডি ডটকম।

ঢাকা/সাহেল/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়