সিএসইর কমোডিটি এক্সচেঞ্জের উন্নয়নে মালয়েশিয়া সহযোগিতা করবে: রাষ্টদূত
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয় পরিদর্শন করেন।
দেশের প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ চালু করতে যাচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই)। এ কাজে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) সার্বিক সহযোগিতা করবে মালয়েশিয়া। চট্টগ্রামে সিএসইর প্রধান কার্যালয় পরিদর্শনকালে এমন মন্তব্য করেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সিএসই থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, রবিবার (১৬ নভেম্বর) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান কার্যালয় পরিদর্শন করেন মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান। এ সময় সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার প্রতিষ্ঠানটির বর্তমান ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রদূতকে বিস্তারিত তুলে ধরেন। তিনি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটে কমোডিটি প্লাটফর্ম চালুকরণের লক্ষ্যে রাষ্ট্রদূতের মাধ্যমে মালয়েশিয়ার সহযোগিতার আশা ব্যক্ত করেন।
তিনি রাষ্ট্রদূতকে জানান, বাংলাদেশ কমোডিটি ট্রেডিংয়ের গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাংলাদেশ মালয়েশিয়া থেকে ক্রুড পাম অয়েল (অপরিশোধিত পাম তেল) আমদানিকারক দেশগুলোর মধ্যে অন্যতম। এছাড়া সিএসই কমোডিটি প্লাটফর্মে ভবিষ্যতে ক্রুড পাম অয়েলের (অপরিশোধিত পাম তেল) ফিউচারস চালু করার আশা রাখছে।
আলোচনায় মালয়েশিয়ার রাষ্ট্রদূত মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, বাংলাদেশের কাপিট্যাল মার্কেট বিশেষ করে কমোডিটি মার্কেটের ডেভেলপমেন্টের জন্য সহযোগিতা প্রদান করবে মালয়েশিয়া। এছাড়া দক্ষতা উন্নয়ন, তথ্যের আদান-প্রদান, ব্যবসায়িক উন্নয়নে কাজ করা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় মালয়েশিয়া হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল, সিএসইর পরিচালক মোহাম্মদ আখতার পারভেজ, মেজর (অব) এমদাদুল ইসলাম, চিফ রেগুলেটরি অফিসার, মোহাম্মদ মেহেদি হাসান, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মেজবাহ উদ্দিন, জেনারেল ম্যানেজার মোহাম্মদ মনিরুল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ঢাকা/এনটি/বকুল