দুই কোম্পানির এমডি নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত দুইটি কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। কোম্পানি দুইটি হলো-এবি ব্যাংক পিএলসি ও ফাইন ফুডস লিমিটেড।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংক পিএলসিতে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন রিয়াজুল ইসলাম।
এদিকে, খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ পেয়েছেন নিয়াজ মামনুন রহমান। তিনি ১৯ নভেম্বর থেকে পরবর্তী ৫ বছরের জন্য কোম্পানির নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে।
কোম্পানি দুইটির পরিচালনা পর্ষদ সার্বিক দিক বিবেচনা করে এ পদে নিয়োগ সম্পন্ন করা হয়েছে।
ঢাকা/এনটি/এসবি