পুঁজিবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু, কমেছে লেনদেন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৭ জুলাই) সূচকের পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিনে ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে। একইসঙ্গে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।
পুঁজিবাজার কিছুদিন ধরে ইতিবাচক ধারায় রয়েছে। গত কয়েক মাসের চেয়ে সম্প্রতি পুঁজিবাজারে লেনদেনের পরিমাণও বেড়েছে। তবে টানা ৮ কার্যদিবস পর রবিবার পুঁজিবাজারে সূচকের পতন ঘটেছে।
ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিনশেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৭.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৫৪ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৮.১৩ পয়েন্ট কমে ১ হাজার ১৬৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩১.৬২ পয়েন্ট কমে ২ হাজার ৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১১৭টি কোম্পানির, কমেছে ২৩২টির এবং অপরিবর্তিত আছে ৫০টির।
এ দিন ডিএসইতে মোট ৮৬৫ কোটি ৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৯৫১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক আগের দিনের চেয়ে ৩৮.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ১৬২ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৯.৫৫ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৬৪ পয়েন্টে, শরিয়াহ সূচক ২.২৭ পয়েন্ট কমে ৯৪৩ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৫২.০৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৯৯ পয়েন্টে অবস্থান করছে।
সিএসইতে মোট ২৪৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৮১টি কোম্পানির, কমেছে ১৪২টির এবং অপরিবর্তিত আছে ২৪টির।
সিএসইতে ১০ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৬ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।
ঢাকা/এনটি/বকুল