ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৫, ৩০ মার্চ ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পরিস্থিতি বিবেচনায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর সিদ্ধান্ত

ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে সরকার।  তবে এ ছুটি আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।

সোমবার (৩০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নতুন কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।  পরিস্থিতি যদি স্বাভাবিক না হয় তাহলে ছুটি বাড়াতে হবে। তবে সেটি কতদিন বাড়ানো হবে বলা যাচ্ছে না। শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রাধান্য দিয়েই আমাদের সব সিদ্ধান্ত নেওয়া হবে।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ড. সৈয়দ গোলাম ফারুক বলেন, এরইমধ্যে আমরা ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের জন্য টেলিভিশনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করেছি। সার্বিক দিক বিবেচনায় যদি ছুটি বাড়ে তাহলে সে হিসেবে আমাদের প্রস্তুতি আছে। ছুটি বাড়লে কীভাবে শিক্ষার্থীদের ক্লাস চালিয়ে যাওয়া যায় সে হিসেবে এরইমধ্যে আমাদের পরিকল্পনা নেওয়া হয়েছে।


ঢাকা/ইয়ামিন/জেডআর

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়