৭৪ বছরেও জাতীয়করণ হয়নি শ্রীকাইল কলেজ
মহিউদ্দিন মোল্লা || রাইজিংবিডি.কম
শ্রীকাইল কলেজ
কুমিল্লা প্রতিনিধি : সকল সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল কলেজটি ৭৪বছরেও জাতীয়করণ হয়নি।
কলেজ সূত্রে জানা যায়, দানবীর ক্যাপ্টেন নরেন্দ্রনাথ দত্ত কুমিল্লার উত্তরাঞ্চলের মানুষের সন্তানদের কথা ভেবে ১৯৪১ সালে কলেজটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা এ কলেজের নামে ৪৬ একর এবং তার বাবার নামে কে কে দত্ত মেমোরিয়েল ট্রাষ্ট গঠন করে ৪১ একর ৫৮ শতক সম্পত্তি দান করেন।
প্রতিষ্ঠা লগ্ন থেকে কলেজটি তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিগ্রি কলেজ হিসেবে স্বীকৃতি পায়। কলেজটিতে বর্তমানে ৪২ জন শিক্ষক ও ১৪০০ ছাত্র-ছাত্রী রয়েছে।
কলেজ অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র পোদ্দার বলেন, কলেজটি জাতীয়করণের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, ‘কলেজটি জাতীয়করণের ব্যাপারে আমার চেষ্টা অব্যাহত রয়েছে।’
কলেজটি জাতীয়করণ করার পাশাপাশি অনার্স এবং মাষ্টার্স কোর্স চালুর চেষ্টা করবেন বলেও তিনি জানান।
রাইজিংবিডি/ঢাকা/১৬ মে ২০১৪/মহিউদ্দিন মোল্লা/টিপু
রাইজিংবিডি.কম