ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর: ব‌্যাখ‌্যা দিলেন প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫১, ১৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১৭:০২, ১৬ সেপ্টেম্বর ২০২০
খিচুড়ি রান্না শিখতে বিদেশ সফর: ব‌্যাখ‌্যা দিলেন প্রতিমন্ত্রী

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন (ফাইল ফটো)

খিচুড়ি রান্না শেখার জন্য মাঠ পর্যায়ের কর্মকর্তাদের বিদেশে পাঠানোর বিষয়ে আলোচনা-সমালোচনার পরিপ্রেক্ষিতে এ বিষয়ে ব‌্যাখ‌্যা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রাথমিক বিদ‌্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশন ও ব্যবস্থাপনা কার্যক্রম দেখতে কর্মকর্তাদের বিদেশে পাঠানোর প্রস্তাব করা হয়েছে। খিচুড়ি রান্না শিখতে নয়। এ নিয়ে এত হই চই করার কিছু নেই।’

প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো প্রকল্পে দেশ-বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের বিধান আছে। স্কুল ফিডিং পলিসির আওতায় প্রস্তাবিত প্রকল্পে বিদেশে প্রশিক্ষণের জন‌্য যে ব্যয় হবে তা অপচয় নয়, বরং তা কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে।’

প্রসঙ্গত, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে পরিকল্পনা কমিশনে পাঠানো ডিপিপিতে সারা দেশে মাঠ পর্যায়ের প্রায় ১ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণের জন‌্য বিদেশে পাঠানোর প্রস্তাব করা হয়েছে। এরপর ‘খিচুড়ি রান্না শিখতে ১ হাজার কর্মকর্তাকে বিদেশে পাঠানো হচ্ছে’ বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত ও প্রচারিত হয়।

এদিকে, মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেছেন, ‘মন্ত্রিসভায় স্কুল ফিডিং পলিসি অনুমোদিত হয়েছে। এই পলিসির ভিত্তিতে ১৯ হাজার ২৯৬ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে দাখিল করা হয়েছে।’

১০৪ উপজেলায় চলমান প্রকল্পটির মেয়াদ ৩১ ডিসেম্বর শেষ হবে, জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে পর্যায়ক্রমে ২০২৩ সালের মধ্যে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল চালু করা হবে। সেই নির্বাচনী ইশতেহারকে সামনে রেখে প্রকল্প প্রণয়ন করে তা অনুমোদনের জন‌্য দাখিল করা হয়।’

সচিব বলেন, ‘এই প্রকল্পে দুটি বিষয় আছে। বাচ্চাদের আমরা দুপুর বেলা খাবার দেব। খাবারটা হবে দুই ধরনের—তিন দিন বিস্কুট এবং তিন দিন রান্না করা খাবার। বর্তমানে ছয় দিন বিস্কুট দেওয়া হয়। রান্না করা খাবারের মধ্যে খিচুড়ি সবচেয়ে পুষ্টিসমৃদ্ধ। যারা এটি বাস্তবায়ন করবেন, আমাদের প্রধান শিক্ষক-কর্মকর্তা যারা মাঠ পর্যায়ে আছেন, তাদের সক্ষমতা বাড়ানোর জন্য প্রত্যেক প্রকল্পে দেশে এবং বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি। প্রত্যেক প্রকল্পে এ ধরনের একটা কম্পোনেন্ট থাকে। এই কম্পোনেন্টে আছে যে, ১ হাজার কর্মকর্তাকে বিভিন্ন দেশে, যেসব স্কুল ফিডিং চালু আছে, সেসব দেশে পাঠানো হবে।’

ঢাকা/হাসান/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়