ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ২৩ অক্টোবর ২০২১   আপডেট: ১১:২৩, ২৩ অক্টোবর ২০২১
ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের ঘ-ইউনিটের ভর্তি পরীক্ষা চলছে। 

শনিবার (২৩ অক্টোবর) সকাল ১১টা থেকে শুরু হয়। পরীক্ষা চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত।

ঘ-ইউনিটে ১ হাজার ৫৭০টি আসনের বিপরীতে মোট আবেদন জমা পড়ে ১ লাখ ১৫ হাজার ৮৮১টি। সে হিসেবে প্রতি আসনে প্রার্থী ৭৩.৮০ জন।

ঢাবির ‘ঘ’ ইউনিটে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান এই তিন গ্রুপের শিক্ষার্থীরাই বিভাগ পরিবর্তন করতে পারবেন। এই ইউনিটে ১১টি অনুষদের অধীনে বিভাগ রয়েছে ৫৫টি।

এর আগে, গত ১ অক্টোবর বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরীক্ষা। এরপর ২ অক্টোবর কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিট, ৯ অক্টোবর চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সর্বশেষ গতকাল শুক্রবার (২২ অক্টোবর) অনুষ্ঠিত হয় ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা।

ইয়ামিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়